ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওয়াপাড়ায় বেহাল দুই খাদ্যগুদাম

প্রকাশিত: ০৭:২২, ১৬ জুন ২০১৬

নওয়াপাড়ায় বেহাল দুই খাদ্যগুদাম

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ব্রিটিশ আমলে নওয়াপাড়ায় নির্মিত ৫০০ টন ধারণ ক্ষমতা দুটি গুদাম। প্রয়োজন মেটাতে দুটি নতুন গুদাম নির্মাণের টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু গণপূর্ত অধিদফতর রিজার্ভ মূল্য নির্ধারণ না করায় দরপত্র আহ্বান করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৫০০ টন ধারণক্ষমতার চারটি গুদাম রয়েছে। এর মধ্যে দুটি ব্রিটিশ আমলে নির্মিত টিনশেডের। বহু পুরনো এই গুদাম দুটির অবস্থা বেহাল। দেয়ালে ফাটল ধরেছে। প্লাস্টার খুলে পড়ছে। টিনের চালা ছিদ্র, বৃষ্টির পানি গুদামে ঢোকে। বর্ষাকালে ওই গুদামে কোন মালামাল রাখা যায় না। তাছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই গুদাম চত্বর জলমগ্ন হয়ে পড়ে। মালামাল উঠানো-নামানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সূত্র জানায়, এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে ওপর মহলের চাপের কারণে টিনের চালার গুদাম দুটি সংস্কার করে ধান রাখার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। গুদাম কর্মকর্তা এএসএম মাহফুজুল আলম বলেন, কৃষকের কথা বিবেচনা করে নিজ খরচে টিনের চালা মেরামত করছি। খরচের টাকা পাব কি-না জানি না। প্রতারণা মামলায় খুবি কর্মকর্তা কারাগারে স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের কর্মকর্তা আফরিন জামাল নিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নিলা আদালতে জামিন প্রার্থনা করলে খুলনার মুখ্য মহানগর হাকিম এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ১৯ জুন মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। জানা গেছে, পরস্পরের মধ্যে সুসম্পর্কের জের ধরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী এলাকার ইব্রাহিম মিয়া সড়কের মৃত শেখ হাতেম আহম্মেদের ছেলে শেখ জামাল নওফেল রাশেদের কাছ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিলা ২০১৪ সালের ১৩ এপ্রিল ধার হিসেবে ২ লাখ টাকা নেন। একই বছরের ৭ সেপ্টেম্বর নিলা আরও ৪ লাখ টাকা ধার নেন। দুই ধাপে ৬ লাখ টাকা ধারের বিপরীতে ব্র্যাক ব্যাংক খুলনা শাখার দুটি চেক রাশেদকে প্রদান করেন নিলা। চেক দুটি তাকে না জানিয়ে ব্যাংকে জমা না দিতে রাশেদকে অনুরোধ করেন নিলা। একপর্যায়ে চেক দুটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর রাশেদ তার টাকা ফেরত পাওয়ার জন্য নিলাকে তাগিদ দেন। নিলা নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে চলতি বছরের ৩ মার্চ রাশেদের সঙ্গে চুক্তিপত্র করেন। ওই চুক্তিতে চলতি বছরের ১৫ মে তিন লাখ এবং ৩০ মে তিন লাখ টাকা নিলা পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন। পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার আদালতে হাজির করে।
×