ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান গ্রেফতার ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:২২, ১৬ জুন ২০১৬

ইউপি চেয়ারম্যান গ্রেফতার ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন (৪৫) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কাঁঠালী গ্রামের বাড়ি থেকে সোহরাব হোসেন তুহিনকে গ্রেফতার করে। বোরো ধানে কৃষকের নামের তালিকায় অনিয়মের অভিযোগ তুলে রবিবার দুপুরে জলঢাকা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান ও দুইজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরেন্দ্র রায় ও জাহাঙ্গীর আলমকে পিটিয়ে চরমভাবে লাঞ্ছিত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন শেখ জানান, বুধবার দুপুরে সোহরাব হোসেন তুহিনকে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত ২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের এজলাসে হাজির করা হলে বিচারক সোহরাব হোসেন তুহিনকে জেলহাজতে প্রেরণ করে মামলার পরবর্তী দিন ধার্য করেন আগামী ২৭ জুলাই। এদিকে তুহিনকে গ্রেফতারের প্রতিবাদে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিনের বড় ভাই সহীদ হোসেন রুবেল ও জলঢাকা পৌর আওয়ামী লীগ ও জলঢাকার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে জলঢাকা শহরে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করা হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নওগাঁয় বিপুল পলিথিন ব্যাগ ধ্বংস নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ বুধবার বিকেলে মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ পলিথিন ব্যাগ ধ্বংস ও দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াশীমুল বারীর নেতৃত্বে র‌্যাব-৫ জয়পুরহাটের সহকারী পরিচালক আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভাই ভাই ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা, ৪শ’ কেজি সেমাই ও ৩শ’ প্যাকেট বিস্কুট ধ্বংস করে। আব্দুল আজিজ ফিরোজের দোকানে পাটজাত পণ্যের পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তার ব্যবসা করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে, বিপুল কুমার ম-লের দোকানে অভিযান চালিয়ে ৮ বস্তা নিষিদ্ধ পলিথিনের ব্যাগ ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং বিশ্বনাথ বিশুর দোকানে অভিযান চালিয়ে ১০ বস্তা নিষিদ্ধ পলিথিনের ব্যাগ আটক করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
×