ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

চালক হেলপারসহ নিহত ১১

প্রকাশিত: ০৭:২১, ১৬ জুন ২০১৬

চালক হেলপারসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, কুড়িগ্রাম, রাজশাহী, পিরোজপুর, সিলেট রংপুর, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও বাগেরহাটে এগারোজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। টাঙ্গাইল ॥ টাঙ্গাইল ও কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। টাঙ্গাইলে ট্রাকচাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে পৌর শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সনাতন হিন্দু ধর্মের লোক বলে পুলিশ জানায়। অপরদিকে কালিহাতীতে বাস ও পিকআপ সংঘর্ষে জমিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার মৃত নুরু উদ্দিনের স্ত্রী। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াছ হোসেন (২৮) নামে ব্যাটারিচালিত অটো রিক্সার চালক নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার হালাবট নামক এলাকায় চিলমারী থেকে কুড়িগ্রামগামী নাবিল পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় অটোবাইক চালক গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাজশাহী ॥ পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজশাহীর পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিমেন্ট বোঝাই ট্রাক ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে অপর সিমেন্ট বোঝাই ট্রাক গিয়ে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দ্রুতগতির ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় থেমে থাকা ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। পিরোজপুর ॥ পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধিঘাটায় বেইলি ব্রিজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে মঠবাড়িয়া যাবার পথে দুটি পাথর বোঝাই ট্রাক একই সময় ব্রিজের ওপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়। পুলিশ জানায়, পাথরবোঝাই দুটি ট্রাক বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় ট্রাক দুটির চালক বের হতে পারলেও গাড়ির হেলপার আসাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত আসাদুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। সিলেট ॥ সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী। নিহত মোঃ খলিল উল্লাহ নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক খলিল উল্লাহকে মৃত ঘোষণা করেন। নীলফামারী ॥ রংপুরে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার ঢাকা সাভারের রাজারঘাট গ্রামের হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২)। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সিদাম দাস (৭০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিদাম দাস ভাটই বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। সিদাম দাস সদর উপজেলার ঝিনুকমালা আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। তার পিতার নাম ভড়ু দাস। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ট্যাঙ্কলরির চাপায় মা সুমা আক্তার (২২) ও তার তিন মাসের শিশুকন্যা নুসরাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি রূপগঞ্জে ফিরছিল সুমা আক্তার (২২) ও তার শিশুকন্যা নুসরাত। কাঁচপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্যাঙ্কলরি কাঁচপুর ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা সুমা আক্তার ও শিশুকন্যা নুসরাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। নিহতের স্বামীর নাম আব্দুল লতিফ। তাদের বাড়ি রূপগঞ্জের দক্ষিণ রূপসী গ্রামে। বাগেরহাট ॥ মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুরে বুধবার বিকেলে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আশিক বিশ্বাস (২০) নামে কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে অপর আরোহী নাদিম মোল্লা গুরুতর জখম হয়েছে। নিহত আশিক মোল্লাহাট কে. আর কলেজের ছাত্র ও নগরকান্দি গ্রামের সবুর বিশ্বাসের ছেলে। আহত নাদিম মোল্লা কুলিয়া গ্রামের ছালাম মোল্লার ছেলে।
×