ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাট্যশিল্পীর ভাগ্যে কবে জুটবে বয়স্ক ভাতার কার্ড

প্রকাশিত: ০৭:২০, ১৬ জুন ২০১৬

নাট্যশিল্পীর ভাগ্যে কবে জুটবে বয়স্ক ভাতার কার্ড

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আর কত বয়স হলে ভুরুঙ্গামারীর যাত্রা ও নাট্যশিল্পী তারাপদ বসাকের ভাগ্যে জুটবে একটি বয়স্ক ভাতার কার্ড? তারাপদ বসাকের এই প্রশ্ন সকলের কাছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের দরিদ্র তারাপদ বসাকের বয়স বর্তমানে ৯২ বছর হলেও তার ভাগ্যে জোটেনি একটা বয়স্ক ভাতার কার্ড। তারাপদ বসাকের বাড়ির ভিটে ছাড়া কিছুই নেই। চার কন্যা এক পুত্র তার। কন্যাদের বিয়ে হয়েছে অনেক আগেই। এক পুত্র রতন বসাক বিয়ে করে আলাদা হয়ে গেছে। বৃদ্ধ তারাপদ বসাক আর তার বৃদ্ধা স্ত্রী বিভা বসাক বাড়ির ভিটে আঁকড়ে ধরে মানবেতর জীবনযাপন করলেও তার ভাগ্যে আজও জোটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। তারাপদ বসাক জানান, দীর্ঘ ১০/১২ বছর থেকে তিনি সদর ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানদের কাছে একটি বয়স্ক ভাতা কার্ডের জন্য ধরনা দিয়ে এলেও আগামীতে কার্ড করে দিবে দিবে বলে আজও তার সেই কার্ড করে দেয়নি। দরিদ্র নাট্যশিল্পী তারাপদ বসাক যাত্রা, নাটকের অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন। এক সময় মানুষের ভালবাসা পেলেও জীবন যুদ্ধে পরাজিত। দুচোখে ঠিকমত দেখতে পায় না, তা সত্ত্বেও জীবিকার তাগিদে তাকে প্রতি শনিবার মঙ্গলবার ভুরুঙ্গামারী গরুহাটের পাশে ভ্রাম্যমাণ পানের দোকান দিয়ে বসেন। বাংলা ভাইয়ের সহযোগী মন্টু ডাক্তার আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ মঙ্গলবার শেষ রাতে রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী এবং জেএমবির সক্রিয় সদস্য সেই ডা. খায়রুল ইসলাম ওরফে মন্টু ডাক্তারকে দু’টি ককটেল ও একটি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ। তাকে বড়গাছা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২০০৪ সালে জেএমবির জঙ্গী নেতা বাংলাভাইয়ের অন্যতম সহযোগী এই মন্টু ডাক্তার সেসময় এলাকার জঙ্গী তৎপরতা সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো ও যুগান্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে মামলায় তিনি হেরে যান। নাটোরে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জুন ॥ গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পুঠিমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার রশিদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল ক্যাম্পাসে ফিরে আসে। প্রাচীন আমলের পাতকুয়া নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১৫ জুন ॥ পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী হাইওয়ে সংলগ্ন বাস টার্মিনালের দক্ষিণ পাশে বাস শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে প্রাচীন আমলের পাট কুয়ার সন্ধান মিলেছে। মঙ্গলবার সকালে সেখানে মাটি খুঁড়তে কুয়াটি বেরিয়ে পড়ে। ব্যাস ৪০ ইঞ্চি। গভীরতা ৪০ ফুট। এখনও পানি টলটলে, স্বচ্ছ ও পরিষ্কার। কুয়ার তলদেশ থেকে ওপর পর্যন্ত পোড়ামাটির মসৃণ পাট একটির পরে একটি বসিয়ে নির্মাণ করা হয়েছে কুয়াটি। স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জুন ॥ অসহায়, দরিদ্র দুগ্ধদায়ী কর্মজীবী মাদের স্বাস্থ্য ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে বুধবার ৪ দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদফতর বাস্তবায়িত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় অধিদফতর কার্যালয় চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।
×