ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে বীরাঙ্গনা ফুলমতি পেলেন বসতঘর

প্রকাশিত: ০৭:১৮, ১৬ জুন ২০১৬

অবশেষে বীরাঙ্গনা ফুলমতি পেলেন বসতঘর

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ জুন ॥ অবশেষে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নির্যাতিত সাদুল্যাপুর উপজেলার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি (৭৩) সরকারী সহায়তা বাবদ নতুন বসতঘর, একটি গাভী ও টাকা পেলেন। জেলা প্রশাসক আবদুস সামাদ সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে ফুলমতির হাতে ঘরের চাবি, একটি গাভী ও অর্থ তুলে দেন। ফুলমতি উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত কুশিরাম রবি দাসের স্ত্রী। সে উপজেলা শহরের ভূমি অফিসের সামনে রাস্তার ধারে সরকারী খাস জমিতে বসবাস করছে। পাঁচ ছেলে-ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে তার সংসার। খাস জমিতে একটি ঝুপড়ি ঘরে বাস করতেন তিনি। তার বড় ছেলে অসুস্থজনিত কারণে ২৭ বছর আগে মারা যায়। উল্লেখ্য, চলতি বছরের ১৪ মার্চ মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৩তম সভায় রাজকুমারী রবিদাসসহ আরও ২৬ জন বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। জীবনের শেষ সময়ে এসে রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও বসতঘর, গাভী ও নগদ টাকা পেয়ে রাজকুমারী রবিদাস ফুলমতি বেশ আনন্দিত। মায়ের থাকার ঘর হওয়ায় ছেলে-মেয়েসহ তার পরিবারের লোকজনও খুব খুশি। এছাড়া সে সরকারীভাবে প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। পঞ্চগড়সহ তিন জেলায় ৯ দিন দূরপাল্লার বাস বন্ধ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সরকারের গেজেট অনুযায়ী কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র বেতনভাতা খোরাকি বৃদ্ধিকরণের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার দুপুরে পঞ্চগড় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, হানিফ এন্টারপ্রাইজের মালিকের একগুঁয়েমির কারণে ৯ দিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর থেকে রাজধানীগামী কোন দূরপাল্লার বাস চলাচল করছে না। পঞ্চগড় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিঞার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাইফুর রাজ চৌধুরীসহ পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
×