ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের কেনাকাটা

মহাব্যস্ততা সর্বত্র

প্রকাশিত: ০৭:১৭, ১৬ জুন ২০১৬

মহাব্যস্ততা সর্বত্র

সমুদ্র হক ॥ ঈদের এখনও অনেকটা সময় বাকি। আর তর সইছে না। কেনাকাটার বাদ্য বেজে উঠেছে মার্কেটগুলোতে। সবার কথা- আগেভাগে কিনতে হবে। এখনই না সারলে ঈদের আগের উত্তপ্ত মার্কেটে পুড়তে হবে। এই ক্ষেত্রে বাড়ির গৃহিণীরা কয়েক ধাপ এগিয়ে। মার্কেট পরখ শুরু হয়েছে। কোন মার্কেটে কোন পোশাকের কেমন দাম তা কানে বাজে। সেলসম্যানরা কমে যায় না। ক্রেতা কিনুক আর নাই কিনুক তারা দেখাতেই থাকে। হালে বগুড়া শোরুমের নগরীতে পরিণত হয়েছে। জলেশ্বরিতলা ইয়াকুবিয়ার মোড় থেকে পূর্ব দিকে কালিবাড়ি পর্যন্ত শহীদ আব্দুল জব্বার সড়কের দুই ধারে, রোমেনা আফাজ সড়কের দুই ধারে শোরুমগুলো বর্ণিল সাজে সেজেছে। থ্রিপিস, টুপিস, শাড়ি কাপড়, ছেলে মেয়েদের হাল ফ্যাশনের কমতি নেই। শোরুমের সেলসম্যানরা কয়েক কাঠি সরেস। কথায় কথায় আপা ম্যাম আন্টি আঙ্কেল ভাইয়া মুখে লেগেই আছে। ডিসপ্লে করা পোশাক ছাড়া আরও নতুন কি আছে, কি আসছে তারও ফিরিস্তি দেয়। ক্রেতাকে মিষ্টি কথার ফুলঝুরিতে আটকে ফেলে। বহুতল রংগন শোরুমে গিয়ে দেখা গেল ক্রেতারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছে। পোশাকের তালিকায় পুরনোগুলোর সঙ্গে নতুন সংযোজন ঘটেছে অনেক। মেয়েদের থ্রিপিসের মধ্যে সারারা, লাছা, দিল্লি বুটিক টপস, রিভা ওম্পেজ গঙ্গা ব্রান্ড চলছে বেশি। বিশেষ করে সারার ও লাছা মাত করে দিয়েছে। দাম দুই হাজার টাকা থেকে ৭৪ হাজার টাকা পর্যন্ত। পুরনো নামের ড্রেস আনারকলি মাসাককালিরই পরিবর্তিত নতুন রূপ লাছা, কানে কানে এমনটি জানালেন বিক্রেতা। শিশুদের পোশাকের মধ্যে আছে টপস, টালিক্রম লেইনি কুর্তি নেক্সাস খোলকটার গ্রাউন ইত্যাদি। দাম ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা। শাড়ি কর্নারে গেলে চোখ ধাঁধিয়ে যায়। বাহারি শাড়ির ওপর থেকে আলোর প্রতিফলন ঘটিয়ে ঝলমলে করা হয়েছে। কাঞ্জিবরন, কাতান, ময়ুরকণ্ঠি, বালুচরি, জামদানি, মসলিন, ভ্যালেভেট, সামারনেট, সিল্ক জর্জেট, রাজশাহী সিল্ক ও গরদ, হাতের কারুকাজ করা শাড়ি সহ কত যে শাড়ি এসেছে! ক্রেতাদের রং পছন্দ হলে বলে এরওপর ওই ডিজাইনের আছে কিনা। আবার ডিজাইন পছন্দ হলে ওই রঙের ওপর এই ডিজাইন আছে কি না দারুণ বিপাকে পড়ে বিক্রেতা। শোরুমগুলো ডিসপ্লেতে টাঙ্গাইলের শাড়ি, পাবনার তাঁতের শাড়ি, ঢাকাই জামদানিকে প্রাধান্য দেয়া হয়েছে। এভাবে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
×