ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সম্মানে সেনামালঞ্চে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রকাশিত: ০৭:১৬, ১৬ জুন ২০১৬

প্রধানমন্ত্রীর সম্মানে সেনামালঞ্চে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে এসে উপস্থিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব), সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীপ্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্রবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতার অনুষ্ঠানের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্যগণসহ উর্ধতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ফিরছেন ॥ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ডিআর কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফিরেছেন। গত ১০ জুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ডিআর কঙ্গো (মনুস্ক) যান। তিনি কঙ্গোর বুনিয়ার এ্যান্ড্রোমো সেনা ক্যাম্পে গমনের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। -আইএসপিআর স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদ- কোর্ট রিপোর্টার ॥ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মোঃ ফারুক শিকদারের মৃত্যুদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় শুনতে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রায়ে ফাঁসির দ-ের পাশাপাশি আসামি ১০ হাজার টাকা জরিমানা দ-ও করেছেন বিচারক। নিহত পলি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চন্ডলতা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। আসামি ফারুক শিকদার পিরোজপুর জেলার নাজির থানার ছাইলাবুনিয়া গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে। মামলায় ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ফারুক শিকদার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা না পাওয়ায় তিনি স্ত্রীকে মারধর করতেন। ২০১৩ সালের ১৪ মার্চ তিনি খিলগাঁওয়ের নিজ বাসায় পলি আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
×