ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার বিরুদ্ধে জেগে উঠুন ॥ নাসিম

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জুন ২০১৬

সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার বিরুদ্ধে জেগে উঠুন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে দেশের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের শান্তি প্রিয় মানুষকে বলব, সর্বস্তরের মানুষকে বলব- আপনারা জেগে উঠুন। বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। যেমনটা বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছিলে, তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। বুধবার বঙ্গবন্ধু আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানবন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। আগামী ১৯ জুন রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩টা থেকে ৪ পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, ডাঃ দিলীপ কুমার রায়, আবদুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নসিম বলেন, ২০১৯ সলে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে। তাই এখন দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়নের ধারাকে রোধ করতে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে- এটাই স্বাভাবিক। তাই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সতর্কভাবে চলতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ১৪ দল একটি অসাম্প্রদায়িক জোট। এই জোটের ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজনে ১৪ দলীয় জোটকে আরও সম্প্রসারণ করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে জঙ্গী হামলায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ প্রসঙ্গটি উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্রে জঙ্গী হামলায় মানুষ নিহত হলে তিনি শোক জানান, কিন্তু নিজ দেশে নিরীহ মানুষ হত্যা হলে নীরব থাকেন। নিজের ক্যাডাররা শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করলেও উনি কিছু বলেন না। এটা কোন ধরনের রাজনীতি? এটা খালেদা জিয়ার ডাবল স্ট্যানবাজি। আসলে তিনি এই সকল হত্যাকা-ের সঙ্গে জড়িত, তাই নিন্দা না জানিয়ে সরকারকে দোষারপ করছেন। কেন্দ্রীয় ১৪ দলের মধ্য কোন অনৈক্য নেই দাবি করে মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকবেলা করবে। গুপ্তহত্যা বন্ধ করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি গুপ্তহত্যা বন্ধ করুন, তা না হলে দেশের মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গীদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে, তা থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। তাই আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই যুদ্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।
×