ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিসাব বছর পরিবর্তন করবে ম্যাকসন স্পিনিং

প্রকাশিত: ০৭:০০, ১৬ জুন ২০১৬

হিসাব বছর পরিবর্তন করবে ম্যাকসন স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছর পরিবর্তন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে। জানা গেছে, কোম্পানিটি ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর এর পরিবর্তে জুন-জুলাই হিসাব বছর অনুসরণ করবে। এ কারণে কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) জুন ক্লোজিং এর পর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বীমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১ জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে। -অর্থনৈতিক রিপোর্টার ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি করবে এসিআই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডের সঙ্গে ইন্ডিয়া ইয়ামাহা মোটরস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। গত ৫ জুন কোম্পানির পরিচালনা পর্ষদ ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রয় ও বিতরণের জন্য এই চুক্তি অনুমোদন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী তিন বছরের জন্য এই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ বিক্রয় এবং বিতরণ করবে। কোম্পানিটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের জন্য বিক্রয় টার্গেট ধরেছে যথাক্রমে ৫০ কোটি টাকা, ২৪৪ কোটি টাকা ও ৩৪০ কোটি টাকা। উল্লেখ্য, এসিআই লিমিটেডের ৬৬ দশমিক ৫০ শতাংশ মালিকানা রয়েছে এসিআই মোটরসে। -অর্থনৈতিক রিপোর্টার
×