ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ ওয়ানডেতে ভারত ১০ উইকেটে জয়ী, ম্যাচ ও সিরিজসেরা রাহুল

হোয়াইটওয়াশ জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ জুন ২০১৬

হোয়াইটওয়াশ জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে ৩-০তে ‘হোয়াইওয়াশ’ করল সফরকারী ভারত। একই ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ তিনটিতে যথাক্রমে ৯, ৮ ও ১০ উইকেটের জয় তুলে নেয় ফেবারিট ভারতীয়রা। শেষ ওয়ানডেটিও ছিল একতরফা। পেসার জাসপ্রিত বুমরাহ ও স্পিনার যুবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ের মুখে ৪২.২ ওভারে ১২৩ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুইয়ে। জবাবে দুই ওপেনার লোকেশ রাহুল (৬৩*) আর অভিষিক্ত ফাইজ ফজল (৫৫*) ২১.৫ ওভার খেলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান। ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ও সিরিজসেরার দুটি পুরস্কারই পকেটে পুড়েছেন রাহুল। পাশাপাশি এই ম্যাচে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে সাড়ে ৩শ’ ডিসমিসাল পূর্ণ করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা ব্যক্তিগত ৮ রানে ফিরে গেলে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুইয়ে। দলীয় ৫৫ রানে চিবাবা (২৭) আউট হলে দ্বিতীয় উইকেট হারায় গ্রায়েম ক্রেমারের দল। এরপর ভালভাবেই এগোচ্ছিল স্বাগতিকরা। এক পর্যায়ে ৩ উইকেটে ১০৩ রানও তুলে নিয়েছিল তারা। কিন্তু ওই ১০৩ রানেই বুমরাহর বোলিং তোপে তারা পরিণত হয় ৭ উইকেটে! শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। জবাবে অভিষেক ওয়ানডেতে দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অর্ধশতক তুলে নেন ফজল। রাহুল এবং ফজলের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রাহুল ৭০ বলে ৬৩ এবং ফজল ৬১ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। দু-দুটি বিশ্বকাপ জয় করে ধোনি অনেক আগেই নিজেকে ছাড়িয়ে গেছেন। এবার আরও উঁচুতে উঠে আসলেন অধিনায়ক। প্রথম ভারতীয় উইকেরক্ষক হিসেবে ওয়ানডেতে ৩৫০ ডিসমিসালের (২৬১ ক্যাচ, ৮৯ স্ট্যাম্পিং) রেকর্ড গড়লেন ধোনি। ৩২তম ওভারের শেষ বলে বুমরাহর বলে চিগুম্বুরাকে স্ট্যাম্পিং আউট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতের সর্বোচ্চ ডিসমিসালের মালিক হলেও সর্বোপরি ওয়ানডে ইতিহাসের চতুর্থ স্থানে রয়েছেন ধোনি। এই ৩৫০ ডিসমিসালের জন্য ধোনির খেলতে হয়েছে ২৭৮ ওয়ানডে ম্যাচ। ৪৮২ ডিসমিসাল নিয়ে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা রয়েছেন সবার ওপরে। তারপরেই অস্ট্রেলিয়ার এ্যাডাম গিলক্রি (৪৮২)। তৃতীয় স্থানে প্রোটিয়া মার্ক বাউচার (৪২৪)। তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ শনিবার। স্কোর ॥ জিম্বাবুইয়ে ১২৩/১০ (৪২.২ ওভার; সিবান্দা ৩৮, চিভাবা ২৭, মারুমা ১৭, মাদজিভা ১০*; বুমরাহ ৪/২২, চাহাল ২/২৫, প্যাটেল ১/১৬) ভারত ১২৬/০ (২১.৫ ওভার; রাহুল ৬৩*, ফজল ৫৫*) ফল ॥ ভারত ১০ উইকেটে জয়ী ম্যাচ ও সিরিজসেরা ॥ রাহুল (ভারত)
×