ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়াকে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ জুন ২০১৬

ভিক্টোরিয়াকে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এবার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। হারলেই বিদায় ঘন্টা বাজতে পারত। কিন্তু প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে দিল দলটি। দিনের আরেক ম্যাচে ভারতের পাবান নেগির শতকে ভিক্টোরিয়াকে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। এককভাবে ১৮ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া থেকে ১ পয়েন্ট বেশি থেকে শীর্ষে এখন রূপগঞ্জ। ভিক্টোরিয়া দ্বিতীয় স্থানে নেমে গেছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া-রূপগঞ্জের মধ্যকার ম্যাচে যে দল জিতত, শীর্ষে তারাই থাকত। রূপগঞ্জই বাজিমাত করল। আগে ব্যাট করে ৫০ ওভারে ২৫৮ রান করতেই অলআউট হয় ভিক্টোরিয়া। মুমিনুল হক ৮২ ও আল আমিন ৬৩ রান করেন। সঙ্গে রাব্বির ৪০ ও মজিদের ২৬ রানে এত বড় স্কোর গড়তে পারে ভিক্টোরিয়া। তবে এ রানও ভিক্টোরিয়াকে জয় এনে দিতে পারেনি। ভারতের পাবান নেগি যে দুর্দান্ত ব্যাটিং করে দিলেন। একাই অপরাজিত ১২৪ রান করলেন। এ রান করতে গিয়ে ১৩ চার ও ৪ ছক্কা হাঁকালেন। খেললেন ৮৯ বল। তার এ ঝড়ো ইনিংসের পর কী আর কিছু লাগে। এরপরও মোশাররফ হোসেন রুবেল ৪১, সৌম্য সরকার ২৮ ও আসিফ আহমেদ ২৩ রান করে দলকে জয় এনে দিতে বিশেষ ভূমিকা রাখলেন। চাতুরাঙ্গা সিলভা ৫ উইকেট নিলেন। তাতে রূপগঞ্জের ৮ উইকেটও পড়ল। কিন্তু ৭ বল বাকি থাকতেই ২৬৪ রান করে জিতে গেল রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর ম্যাচের শুরুতে কোন বৃষ্টির বাঁধা আসেনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সময় মতোই খেলা শুরু হয়েছে। কিন্তু প্রাইম দোলেশ্বরের যখন ৩৩ ওভারে ৬ উইকেটে ১০০ রান হয়েছে, সাড়ে এগারোটার দিকে তখন বৃষ্টি নামে। বৃষ্টির বাধায় খেলা শুরু হয় ৩টায়। তখন আর এক ইনিংস শেষ হয়ে দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার কোন সুযোগই ছিল না। তাই প্রাইম দোলেশ্বরকে ব্যাটিংয়ে না নামিয়ে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে নামানো হয়। বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে জিততে ৩৩ ওভারে ১১৮ রানের টার্গেট দাঁড় হয়। ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান করে সহজেই এ রান করে ফেলে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংককে জেতান অপরাজিত ৪৩ রান করা উন্মুক্ত চান্দ। তবে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। ম্যাচে টস জিতে প্রাইম ব্যাংক। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই ২ রানের মধ্যে প্রাইম দোলেশ্বর দলের দুই সেরা ব্যাটসম্যানকে হারায়। ১ রানে রান আউট হন রনি তালুকদার। ২ রানের সময় ইমতিয়াজ হোসেনকে আউট করে দেন রুবেল হোসেন। এরপর যে উইকেট পড়া শুরু হয়, ৮৩ রানেই ৬ উইকেটের পতন ঘটে যায়। নাসির হোসেন (৩০*) দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারতেন। কিন্তু বৃষ্টিতে তা আর হয়নি। এরপর প্রাইম ব্যাংকের সামনে জিততে ১৮ রান বেশিই টার্গেট দাঁড় হয়। কিন্তু ওভার বেশি থাকায় যে প্রাইম ব্যাংকই ম্যাচটি জিতবে, তা আঁচ করা যায়। শেষপর্যন্ত তাই হয়েছে। রানের খাতা খোলার আগেই মেহেদী মারুফ ও ২৪ রানের সময় শুভাগত হোম (১৭) সাজঘরে ফিরলেও উন্মুক্ত চান্দ (৪৩*), সাব্বির রহমান রুম্মন (২৮) ও তাইবুর রহমান (১৬*) মিলে ম্যাচ জিতিয়ে দেন। সানজামুল ইসলাম নেন ২ উইকেট। স্কোর ॥ প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর-মিরপুর প্রাইম দোলেশ্বর ইনিংস ১০০/৬; ৩৩ ওভার (নাসির ৩০*, সানজামুল ১৮, বেবি ১৭, রকিবুল ১৫; রুবেল ২/১৯)। প্রাইম ব্যাংক ইনিংস (টার্গেট ৩৩ ওভারে ১১৮ রান) ১২২/৪; ২৫ ওভার (চাঁদ ৪৩*, সাব্বির ২৮, শুভাগত ১৭, তাইবুর ১৬*; সানজামুল ২/২৫)। ফল ॥ প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রুবেল হোসেন (প্রাইম ব্যাংক)। রূপগঞ্জ-ভিক্টোরিয়া ম্যাচ-ফতুল্লা ভিক্টোরিয়া ইনিংস ২৫৮/১০; ৫০ ওভার (মুমিনুল ৮২, আল আমিন ৬৩, রাব্বি ৪০, মজিদ ২৬; তাইজুল ৩/৪৭, রনি ২/৩২, নেগি ২/৫৪)। রূপগঞ্জ ইনিংস ২৬৪/৮; ৪৮.৫ ওভার (নেগি ১২৪*, মোশাররফ ৪১, সৌম্য ২৮, আসিফ ২৩; সিলভা ৫/৪৬)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ পাবান নেগি (রূপগঞ্জ)।
×