ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

ম্যাথুজদের আরেকটি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জুন ২০১৬

ম্যাথুজদের আরেকটি পরীক্ষার প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টের দুঃস্মৃতি ভুলে ইংল্যান্ড সফরে এ্যাঞ্জেলো ম্যাথুজদের সামনে এবার রঙিন পোশাকের দ্বৈরথের জন্য প্রস্তুতির পালা। স্বাগতিকদের সঙ্গে পাঁচ ওয়ানডে ও এক ম্যাচের টি২০র আগে নিজেদের ঝালিয়ে নিতে আইরিশদের সঙ্গে দুটি ওয়ানডে খেলবে লঙ্কানরা। ডাবলিনে পঞ্চাশ ওভারের প্রথম ম্যাচটা আজই। সামর্থ্যরে বিচারে অতিথিদের এগিয়ে থাকার কথা। কিন্তু ইংল্যান্ডে ম্যাথুজদের যাচ্ছেতাই পারফর্মেন্স সমর্থকদের ভাবাচ্ছে। বৃষ্টির দাপটে লর্ডসের তৃতীয় ও শেষ টেস্ট ড্র হয়। তার আগে হেডিংলির প্রথম ম্যাচে ইনিংস ও ৮৮ রানে এবং ডারহামের দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-০তে ‘ইনভেস্টেক’ সিরিজ খোয়ায় শ্রীলঙ্কা। সফরকারীরা তাই ঘুরে দাঁড়াতে মরিয়া। রঙিন পোশাকের দলে রয়েছে একাধিক পরিবর্তন। বড় খবর ফারভেজ মাহরুফের প্রত্যাবর্তন। দীর্ঘ ৪ বছর ৩ মাস পর শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। ২০১২ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ওয়ানডে সিরিজেও অবস্থাটা যাতে টেস্টের মতো বাজে না হয় শ্রীলঙ্কান নির্বাচকরা তাই সতর্ক। দুই ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ ও দুশমান্ত চামিরা ইনজুরিতে। ওয়ানডেতে মাহরুফের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সম্প্রতি শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতার সেরা উইকেটশিকারি দেশের হয়ে খেলেছেন ২২ টেস্ট (২০০৪-২০১১), ১০৪টি ওয়ানডে (২০০৪-২০১২)। মারুফের সঙ্গে ওয়ানডে দলে যোগ দিয়েছেন অল রাউন্ডার দানুস্কা গুনাতিলকে, লেগ স্পিনার সেকু¹ে প্রসন্ন, অফ স্পিনার সুরাজ রনদীভ ও ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। গ্রেট মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা অবসরে যাওয়ায় লঙ্কান ব্যাটিংয়ে অধিনায়ক ম্যাথুজের সঙ্গে বড় নাম উপুল থারাঙ্গা, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে। বাকিরা মোটেই পরীক্ষিত নন। তবে অলরাউন্ডার মাহরুফের সঙ্গে শামিন্দা এরাঙ্গা, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমলদের নিয়ে পেস আক্রমণ মন্দ নয়। বিশেষ করে ছোট্ট ফরমেটে। আছেন সুরাজ রনদীভ-কুশল পেরেরা মতো প্রতিভাবান ক্রিকেটার। এখন তারা মাঠে কি করেন, সেটিই দেখার। অন্যদিকে নন-টেস্টপ্লেয়িং আইরিশদের হারানোর কিছু নেই। বরং ধুঁকতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ অথবা একটা ম্যাচ জিততে পারলে ওয়ানডেতে তাদের রেটিং বাড়বে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককুলাম তেমন আশাবাদই ব্যক্ত করেছেন! উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, এ্যালেক্স কুশক, জর্জ ডকরেলদের নিয়ে আইরিশরা ভারসাম্যপূর্ণ দল।
×