ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬৮ বছরের ছাত্র !

প্রকাশিত: ০৬:০৯, ১৬ জুন ২০১৬

৬৮ বছরের ছাত্র !

একবার না পারিলে শতবার চেষ্টাই করছেন দুর্গা কামি (৬৮)। এই বয়সে তিনি নেপালের শ্রী কালা ভৈরব মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ছোট ছোট শিক্ষার্থীর সঙ্গে তিনি লেখাপড়া করেন। টিফিনের সময় একসঙ্গেই খেলেন। নিজের জীবনের নানা দুঃখ ও কষ্টের কথা কিছুটা সময় ভুলে থাকতেই স্কুলে যাওয়া শুরু করেন তিনি। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার নিবন্ধনও হয়ে গেছে তার। এবার পালা পরীক্ষা দেয়ার। ছয় সন্তানের বাবা দুর্গার আট নাতি-নাতনি। এ বয়সেও তিনি সপ্তাহে ছয় দিনই স্কুলে যান। স্কুল শেষে বাড়িতে ফিরে নিজেই রান্না করে খান। শ্রেণীকক্ষে শিক্ষকের কাছে পড়া বুঝে নেন। বাড়িতে বিদ্যুত নেই। তাই রাতে টর্চলাইট জ্বেলে স্কুলের পড়া তৈরি করেন। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার নিবন্ধনে দুর্গাকে সহযোগিতা করেছেন তার শিক্ষকরা। নেপালের রাজধানী কাঠমা-ু থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে শাংজা এলাকার পাহাড়ের নিচে দুর্গার বাড়ি। যার ছাদ চুয়ে বৃষ্টির জল ঢুকে পড়ে। টিফিনের সময় স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে এ বয়সেও ভলিবল খেলেন দুর্গা কামি। সহপাঠীরাও তাকে পেয়ে বেশ আনন্দিত। নিজের দুঃখ ভুলতেই স্কুলে যান দুর্গা। তাই তো হাতে লাঠি নিয়ে পাহাড়ী এই পথ পেরিয়ে স্কুলে যেতে একটুও ক্লান্তি বোধ করেন না তিনি। সহপাঠী ১৪ বছর বয়সী সাগর থাপার সঙ্গে গল্প করতে করতে স্কুলে যান। - বিবিসি
×