ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনে ধৃত ১৩ হাজার

সাঁড়াশি অভিযানে পঞ্চম দিনে ২১ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৮, ১৬ জুন ২০১৬

সাঁড়াশি অভিযানে পঞ্চম দিনে ২১ জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে ২১ জঙ্গী গ্রেফতার হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে প্রায় এক হাজার। এ নিয়ে গত পাঁচ দিনের অভিযানে ১৬৬ জঙ্গীসহ প্রায় ১৩ হাজার জন গ্রেফতার হয়েছে। পুলিশ সদর জানায়, গ্রেফতারকৃত ২১ জঙ্গীর মধ্যে ১৭ জন জেএমবি, ১ জন হিযবুত তাহ্্রীর, ২ জন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং ১ জন হরকত-উল-জিহাদ (হুজি) জঙ্গী রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতারা জানান, এছাড়া সাঁড়াশি অভিযানে বাগেরহাট থেকে জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৪৩ জন, রাজশাহী থেকে এক জেএমবি সদস্যসহ ৯৮ জন, গাইবান্ধা থেকে জেএমবি সদস্যসহ ৩১ জন, নওগাঁ থেকে ককটেল, জিহাদী বইসহ জামায়াত-শিবির ও জঙ্গীসহ ৭২ জন, নড়াইল থেকে ছয়টি বোমা, জিহাদী বইসহ শিবিরের সভাপতিসহ ৩ জন, কুড়িগ্রামে শিবিরের সভাপতিসহ ৫৭ জন, টাঙ্গাইলে এক জেএমবি সদস্যসহ ৫৪ জন, কিশোরগঞ্জের ভৈরব থেকে ইয়াবাসহ ২ জন, চুড়াডাঙ্গার দামুড়হুদা থেকে সাংবাদিকসহ ৪ জন, চট্টগ্রাম থেকে ২৮২ জন, ঝালকাঠি থেকে বিস্ফোরকদ্রব্য মামলার এক আসামি, নীলফামারী থেকে ১৯ জন, রংপুর থেকে জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৭৮ জন ও পঞ্চগড় থেকে জেএমবি সদস্যসহ ১৮ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ককটেল, আধাকেজি গান পাউডার, ৫টি পেট্রোলবোমা ও উগ্রপন্থী বইপত্র। গত ৯ জুন পুলিশ সদর দফতরে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে পরদিন শুক্রবার ভোর থেকেই সারাদেশে অভিযান চলছে।
×