ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টার্গেট কিলিংয়ে আওয়ামী লীগ জড়িত ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জুন ২০১৬

টার্গেট কিলিংয়ে আওয়ামী লীগ  জড়িত ॥  খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ টার্গেট কিলিং গুপ্তহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ কারণেই শেখ হাসিনা বলেছেন, তিনি জানেন এসব কারা করছে। তিনি আরও অভিযোগ করেন পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকজন গুপ্তহত্যা চালিয়ে বিএনপি ও অন্যান্য দলের ওপর দোষ চাপাচ্ছে। বুধবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে এ সরকার গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সব ধর্মের নিরীহ লোককে হত্যা করা হচ্ছে। এ অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, অস্ত্র ও সংঘাত নয় শান্তিপূর্ণ কর্মসূচী দিয়ে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। তা না হলে শীঘ্রই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা হবে। খালেদা জিয়া বলেন, আমরা সন্ত্রাস ও সহিংসতা চাই না। তাই বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করবে। আর সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তিনি বলেন, গুপ্তহত্যার সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলেই তাদের বিদেশে পাড়ি দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা করা হোক। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খালেদা জিয়া ইস্কাটন লেডিস ক্লাবে পৌঁছলে জাতীয় পার্টির জাতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই এম ফজলে রাব্বি চৌধুরীসহ দলের নেতারা তাকে স্বাগত জানান। এ সময় খালেদা জিয়া জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মণি, জাতীয় পর্টির (জাফর) মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, জামায়াত নেতা এ্যাডভোকেট মশিউল আলম ভূইয়া, শামীম বিন সাঈদী, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, ইসলামিক পার্টির মহাসচিব মোঃ আবুল কাশেম ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মন্জুর হোসেন ঈসা। ইফতার মাহফিলে বিএনপির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দলের সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ডাঃ জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা। ইফতার মাহফিলে এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও সাংবাদিক মাহফুজ উল্লাহ। আজ বৃহস্পতিবার ইস্কাটন লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
×