ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

মৌলভীবাজারের আকমল আলীসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জ আমলে

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জুন ২০১৬

মৌলভীবাজারের আকমল আলীসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জ আমলে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের মোঃ আকমল আলী তালুকদারসহ (৭৬) চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (ফরমাল চার্জ) আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১৫ জুলাই এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। রবিবার আসামিপক্ষের অবশিষ্ট যুক্তি উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। মৌলভীবাজারের মোঃ আকমল আলী তালুকদার (৭৬)সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (ফরমাল চার্জ) আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটি পরিচালনা করছেন প্রসিকিউটর হায়দার আলী ও প্রসিকিউটর মোশফিক কবির। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২টি অভিযোগ আনা হয়েছে। আকমল আলী ছাড়াও এই মামলায় তিনজন আসামি হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মোঃ আনিছ মিয়া (৭৬) ও মোঃ আব্দুল মোছাব্বির মিয়া। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, বাড়িঘর, লুটপাটের ঘটনার ২টি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে ১০২টি পরিবারের ১৩২টি বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ, আটক, নির্যাতন এবং ৬১ জনকে হত্যার অভিযোগ। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ৩২ জন। তদন্ত সংস্থার কাছে তাদের দেয়া জবানবন্দী অনুযায়ী আসামিরা মৌলভীবাজারের রাজনগর থানার বিভিন্ন এলাকায় এসব অপরাধ সংগঠন করেন। ৪ আসামির মধ্যে বর্তমানে শুধু আকমল আলী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি ৩ আসামিই পলাতক। মোঃ আকমল আলী তালুকদারকে গত বছরের ২৬ নবেম্বর গ্রেফতার করা হয়েছে। জামালপুরের ৮ রাজাকার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। আগামী রবিবার আসামিপক্ষের অবশিষ্ট যুক্তি উপস্থাপন করা হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে যুক্তিতর্কটি চলছে। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর তুরিন আফরোজ। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আইনজীবী মিজানুল ইসলাম আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন। নিয়ম অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার বিচারিক কাজ শেষ হয়। সে মোতাবেক আগামী রবিবার এই মামলার বিচারিক কাজ শেষ হবে। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ ৫টি অভিযোগে বিচার কাজ চলছে। এই মামলায় ৮ আসামির মধ্যে দুজন এ্যাডভোকেট শামসুল আলম এবং এসএম ইউসুফ আলী কারাগারে আছেন। বাকি ৬ জন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মোঃ আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল বারী, মোঃ হারুন ও মোঃ আবুল কাসেম। তার আগে পালতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও তারা এতে সাড়া দেয়নি।
×