ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় শেষ হলো নবীন শিল্পীদের চারুকলা প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জুন ২০১৬

শিল্পকলায় শেষ হলো নবীন শিল্পীদের চারুকলা প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমিতে নবীন শিল্পীদের আত্মপ্রকাশের লক্ষ্যে আয়োজিত প্রদর্শনীর শেষ দিন ছিল বুধবার। একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৬ মে শুরু হয় ‘২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব আক্তারি মমতাজ। গ্যালারির চার দেয়াল পেরিয়ে চিত্রকলার বিস্তৃতি ছিল আঙ্গিনা পর্যন্ত। শুধুই ক্যানভাসে তুলির আঁচড় নয়, স্থাপনা শিল্প, ভাস্কর্যেও পরিপূর্ণতা ছিল। চার দেয়ালের মাঝখানে মানব অবয়বের চারপাশ আবদ্ধ করে ‘রূপান্তর’ শীর্ষক স্থাপনাও দ্যুতি ছড়িয়েছিল নবীন শিল্পীদের শিল্পকর্মে। গ্যালারির দেয়ালে দেয়ালে ছিল বৈচিত্র্যময় বিষয়ের নানা ছবি। জলরং থেকে শুরু করে তেলরং কিংবা মিশ্র মাধ্যমসহ নানা করণকৌশলের আশ্রয়ে সৃজিত হয়েছিল চিত্রকর্মগুলো। এর মাঝে আবার বিশেষভাবে নজর কেড়ে নেয় উডকাট, এচিং বা ড্রাই পয়েন্টে আঁকা ছাপচিত্রগুলো। বিবিধ বিষয়ের ছবিগুলোর সঙ্গে পৃথক সৌন্দর্য নিয়ে উপস্থাপিত হয়েছে সিরামিক, সিমেন্ট, পাথর বা কাঠ খোদাইকৃত ভাস্কর্যগুলো। এসবের সঙ্গে আবার যুক্ত হয়েছিল পারফর্মেন্স আর্ট। শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশের তরুণ শিল্পীদের নিয়ে এই দ্বিবার্ষিক আয়োজনটির সূচনা হয় ১৯৭৪ সালে। একপ্রকার অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ শিল্পকর্ম প্রদর্শনী। এ বছরের নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ছিল নির্বাচিত ১৮৮ তরুণ শিল্পীর ২২৭টি শিল্পকর্ম। এসব কাজের মধ্য থেকে উৎকর্ষের বিচারে আট শিল্পীকে পুরস্কৃত করা হয়। রূপান্তর শীর্ষক স্থাপনাশিল্পের জন্য স্বর্ণপদকের সঙ্গে একলাখ টাকা মূল্যমানের ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার’ পেয়েছেন সৈয়দ তারেক রহমান। ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ফকরুল ইসলাম মজুমদার, মিশ্র মাধ্যমে সনদ কুমার বিশ্বাস এবং তেল রঙে তানভীর জালাল। সম্মাননার অর্থমূল্য হিসেবে তারা প্রত্যেকে পেয়েছেন ৭৫ হাজার টাকা। ৫০ হাজার টাকা মূল্যমানের সম্মানসূচক পুরস্কার পেয়েছেন চার তরুণ শিল্পী। তারা হলেন নিয়াজ উদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন, জুবলী দেওয়ান ও আখিনুর বিনতে আলী। এবার বিচারকম-লীতে ছিলেন শিল্পী নাঈমা হক, শিশির ভট্টাচার্য, গোলাম ফারুক বেবুল ও রণজিৎ দাস। প্রাথমিক নির্বাচকমন্ডলীতে ছিলেন শিল্পী ড. মোহাম্মদ ইকবাল, শিল্পী আতিয়া ইসলাম এ্যানী ও শিল্পী নাসিমুন খবীর। কবি খোন্দকার আশরাফ হোসেন স্মরণানুষ্ঠান আজ ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কবি খোন্দকার আশরাফ হোসেনের তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার তেজগাঁও কলেজ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায়। ‘কবি খোন্দকার আশরাফ হোসেন স্মৃতি পরিষদ’ আয়োজিত এ স্মরণানুষ্ঠান উদ্বোধন করবেন এমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আফজালুল বাসার ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কবি খোন্দকার আশরাফ হোসেন স্মৃতি পরিষদের আহ্বায়ক ড. জাহারাবী রিপন ও সদস্য সচিব শিমুল তাসনীম।
×