ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২২ জুন

প্রকাশিত: ০৬:০০, ১৬ জুন ২০১৬

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২২ জুন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের কাছে ২২ জুন বুধবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক। বুধবার রাজধানীর রেল ভবনে দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার্থে আগামী ২২ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে। ২২ জুন দেয়া হবে ১ জুলাই অগ্রিম টিকিট। আর ২৩ জুন ২ জুলাইয়ের, ২৪ জুন ৩ জুলাইয়ের টিকেট, ৪ জুলাইয়ের টিকিট দেয়া হবে ২৫ জুন। ২৬ জুন পাওয়া যাবে ৫ জুলাইয়ের টিকেট। অগ্রিম টিকেট ৫ দিন আগে থেকে বিক্রয় করা হবে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু করবে রেল কর্তৃপক্ষ। বিক্রিত অগ্রিম টিকিট ফেরত নেয়া হবে না। রেলমন্ত্রী বলেন, ঈদের পর যাত্রীদের জন্য ফিরতি টিকিট বিক্রি হবে ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া এবার ঈদে ট্রেনের সিডিউল বিপর্যয় যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের পূর্বে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করা হচ্ছে। তাছাড়া চাঁদপুর, পার্বতীপুর খুলনা রুটে ৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এর বাইরে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে যাতায়াতের জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে ২ জোড়া ট্রেন চলাচল করবে। যাত্রীদের চলাচলের সুবিধার্থে ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করে প্রতিদিনই চালু রাখা হবে।
×