ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনার কিলিং অনৈসলামিক ॥ পাকিস্তান ইসলামিক পরিষদের ঘোষণা

প্রকাশিত: ০৪:১৮, ১৬ জুন ২০১৬

অনার কিলিং অনৈসলামিক ॥ পাকিস্তান ইসলামিক পরিষদের ঘোষণা

এবার অনার কিলিংকে অনৈসলামিক ও পাকিস্তানের আইন বিরোধী বলে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ ইসলামিক উপদেষ্টা পরিষদ ‘কাউন্সিল অব ইসলামিক আইডোলজি’ বা সিআইআই। পাকিস্তানে সম্প্রতি এই হত্যাকা- বেড়েছে। খবর ডন অনলাইনের। সিআইআই ১৬ বছর আগের এক ফতোয়ার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেয়া ইসলাম সমর্থন করে না। বিবৃতিতে সিআইআই গত এক মাসে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা উল্লেখ করেছে। এতে বলা হয়েছে এই ধরনের হত্যাকা- শুধু পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থার নয় সমাজেরও চিন্তার বিষয়। গত সপ্তাহে লাহোরে জিনাত রফিক নামে ১৮ বছর বয়সী এক মেয়ে নিজের পছন্দে বিয়ে করায় তার মা ও ভাইয়েরা মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারে। জিনাতের মায়ের দাবি পরিবারকে অপমান করায় তিনি তার মেয়েকে হত্যা করেছেন। আবার বান্ধবীকে পালাতে সহায়তা করায় গত মাসে আরও একটি মেয়েকে পুড়িয়ে মারা হয়। এ বিষয়ে উপজাতীয় আদালতের রায়ে বলা হয়েছিল মেয়েটি এই ধরনের কাজ করে পুরো গ্রামকে অসম্মান করেছে। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে সিআইআই বলেছে, অনৈতিক কাজে উত্তেজিত হয়ে কাউকে হত্যার বিধান ইসলামে নেই। এসব ঘটনার বিচারের জন্য পাকিস্তানে আইন ও শরিয়া চালু আছে। বিড়ালও কার্যকারণ সূত্র বোঝে! শুধু মানুষ নয়, বিড়ালও বাস্তব জীবনে পদার্থ বিজ্ঞানের সূত্র কাজে লাগায়। জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য জানিয়েছেন। গবেষণায় দেখা গেছে যে বিড়াল কোন লুকিয়ে থাকা বস্তু খুঁজে পেতে পদার্থ বিজ্ঞানের ‘কার্যকারণ’ সূত্রের প্রয়োগ ঘটায়। গবেষণাটি মঙ্গলবার এ্যানিমেল কগনিশন জার্নালে প্রকাশিত হয়েছে। টেক টাইমস
×