ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে ঠেকাতে নির্বাচনী সমঝোতা বিষয়ে আলোচনা

হিলারি-স্যান্ডারস বৈঠক

প্রকাশিত: ০৪:১৬, ১৬ জুন ২০১৬

হিলারি-স্যান্ডারস বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্য হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডারসের মধ্যে লড়াই শেষ হওয়ার মুহূর্তে তারা মঙ্গলবার রাতে ঘরোয়া বৈঠকে মিলিত হন। তারা সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে লড়তে কী ধরনের মৈত্রী গড়ে তুলতে পারেন, তা নিয়ে চিন্তা-ভাবনার প্রেক্ষাপটে তারা তাদের একে অপরের অবস্থান জানতে বৈঠকে মিলিত হন। হিলারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডেমোক্র্যাটিক প্রাইমারি ভোটে জয়ী হলে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমস অনলাইনের। ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে হিলারির জন্য স্যান্ডারসের অনুমোদন পেতে হিলারিকে কী করতে হবে, স্যান্ডারস নীতিগত ছাড় বা রাজনৈতিক প্রতিশ্রুতি চান কিনা, তা হিলারি জানতে চান। হিলারির উপদেষ্টারা এ কথা জানান। হিলারি গত সপ্তাহেই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হয়ে দাঁড়ান। স্যান্ডারস ন্যূনতম মজুরি বাড়ানো ও কলেজ ছাত্রদের আর্থিক চাপ কমানোর মতো প্রগতিশীল লক্ষ্য অর্জন এবং ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রক্রিয়া ভবিষ্যতে আরও স্বচ্ছ করার বিষয়ে হিলারির প্রতিশ্রুতির গভীরতার পরিমাপ করতে চান। স্যান্ডারস হিলারির মনোনয়ন দ্রুত অনুমোদন করার কোন চাপ বোধ করেননি বলে উপদেষ্টারা জানান। স্যান্ডারস চান হিলারি ডেমোক্র্যাটিক কনভেনশনের সাড়ে পাঁচ সপ্তাহ আগেই তার আস্থা অর্জনের লক্ষ্যে হিলারি পদক্ষেপ নিক। সেই কনভেনশনে স্যান্ডারসের ভোটার ও ডেলিগেটরা ভাষণ দেবেন বলে প্রত্যাশা করবেন; আর হিলারির উপদেষ্টারা আশা করবেন, স্যান্ডারস হিলারির প্রতি সমর্থন জানিয়ে এক দ্ব্যর্থহীন ভাষণ দেবেন। স্যান্ডারসের প্রভাব বিস্তারের ক্ষমতা রয়েছে। তিনি প্রায় ১ কোটি ২০ লাখ ভোট ও ১৮৭৭ ডেলিগেটের সমর্থন পান। আর গত মাসে নিউইয়র্ক টাইমস/সিবিএস নিউজের এক সমীক্ষায় দেখা যায়, তার সমর্থকদের শতকরা ২৮ ভাগ হিলারি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলে তাকে ভোট দেবেন না বলে জানিয়েছেন। হিলারি পান প্রায় ১ কোটি ৬০ লাখ ভোট ও ২৭৮৪ ডেলিগেটের সমর্থন। স্যান্ডারস হিলারিকে উৎসাহের সঙ্গে অনুমোদন করে তার পক্ষে প্রচার চালান কিনা, বা তাকে দলের মনোনীত প্রার্থী হিসেবে স্বীকৃতি দিলেও অন্যদিক দিয়ে সহায়তা করা থেকে বিরত থাকেন কিনা, সেটি হিলারির কোন কোন উপদেষ্টার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। তার প্রচার টিমে অন্যরা মনে করেন যে, ট্রাম্পের বিজয়ের বড় সম্ভাবনা থাকায় ডেমোক্র্যাটরা শেষ পর্যন্ত এক হবেন। হিলারির সঙ্গে বৈঠকের ক্ষেত্র তৈরি করে স্যান্ডারস মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির নেতাদের বদলিয়ে নতুন নেতা নিয়োগ, দলের মনোনয়ন প্রক্রিয়ায় সুপার ডেলিগেটদের ভূমিকার অবসান ঘটানো এবং সব ডেমোক্র্যাটিক প্রাইমারিতে স্বতন্ত্র ও শেষ মুহূর্তে নিবন্ধিত নাগরিকদের ভোটদান করতে দেয়ার আহ্বান জানান। হিলারির প্রচার শিবির দীর্ঘদিন ধরে কমিটির প্রধান প্রতিনিধি পরিষদ সদস্য ওয়াসারম্যান শুলজকে হিলারির মিত্র হিসেবে দেখে এসেছে। শুলজ হিলারির সুবিধামতো বিতর্কের সময়সূচী স্থির ও অন্যান্য সিদ্ধান্ত নিতেন। স্যান্ডারস সাংবাদিকদের বলেন, তিনি চান কনভেনশনে সবচেয়ে প্রগতিশীল কর্মসূচী গৃহীত হোক, যা ডেমোক্র্যাটিক পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে রয়েছে বলে স্ফটিকের মতো স্বচ্ছ করে দেখাবে। সিনেটর স্যান্ডারস গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। তিনি হোয়াইট হাউস থেকে বেরোনোর সময় নবেম্বরে ট্রাম্পকে পরাজিত করতে হিলারির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ উদ্যোগ দলের ভেতর বিভেদের আশঙ্কা দূর করতে অনেক সহায়ক হতে পারে।
×