ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পানি স্যানিটেশন হাইজিন

বাজেটের ৮৬ ভাগ অর্থই চলে গেছে শহরে

প্রকাশিত: ০৮:৫০, ১৫ জুন ২০১৬

বাজেটের ৮৬ ভাগ অর্থই চলে গেছে শহরে

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে শহরের সঙ্গে গ্রামের চরম বৈষম্য রাখা হয়েছে। বাজেটে প্রকল্প সংখ্যা ও বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। এই বরাদ্দ বড় বড় শহরের জন্য। গ্রামের জন্য কোন সুবিধা দেয়া হয়নি। এ খাতে শহরাঞ্চলের মাথাপিছু ১ হাজার ১২১ টাকা বরাদ্দের বিপরীতে গ্রামাঞ্চলে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৫৫ টাকা। বাজেটের ৮৬ শতাংশ অর্থই চলে গেছে শহরে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ খাতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থা, দাতা সংস্থার প্রতিনিধিরা জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ বিশ্লেষণের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তারা বলেন, গ্রাম ও শহরের মধ্যে বরাদ্দের বৈষম্য কমিয়ে আনতে জেলা শহর, চর, হাওড়, বাঁওর, পাহাড় ও উপকূলীয় এলাকাসহ গ্রামীণ পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। সংবাদ সম্মেলনে, ওয়াটারএইড বাংলাদেশ, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, ইউনিসেফ, ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যানিটেশন কোলাবোরেটিভ কাউন্সিল, ফ্রেশ ওয়াটার এ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, বাংলাদেশ ওয়াশ এলায়েন্স, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক, এ্যান্ড ওয়াটার পোভার্টি এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যৌথভাবে অংশ নেয়।
×