ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঁড়াশি অভিযানের নামে পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে ॥ খালেদা

প্রকাশিত: ০৮:৩০, ১৫ জুন ২০১৬

সাঁড়াশি অভিযানের  নামে পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস ছড়িয়ে সরকার দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৩ নম্বর হলে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের নামে পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে। খালেদা জিয়া বলেন, গুম-খুনের সঙ্গে কারা জড়িত প্রধানমন্ত্রী যদি জানেনই তাহলে যারা তা করছে তাদের ধরছেন না কেন? গুম-খুনের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলেই তাদের ধরা হচ্ছে না। তিনি বলেন, প্রকৃত খুনীদের বিদেশে পাঠিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরা হচ্ছে। সন্ধ্যা সোয়া ৬টায় খালেদা জিয়া বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৩ নম্বর হলে (রাত দর্শন) পৌঁছলে এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার আনহ আখতার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। ইফতারের আগে খালেদা জিয়া টেবিলে টেবিলে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস. ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দলের সিনিয়র নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ডাঃ জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ। আজ জাতীয় পার্টির ইফতারে খালেদা জিয়া প্রধান অতিথি ॥ আজ বুধবার রাজনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় পার্টি (কাজী জাফর)। ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন ২০ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
×