ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাহিমা খাতুনকে গ্রেড-১ মর্যাদায় মহাপরিচালক পদোন্নতি

প্রকাশিত: ০৭:৫৭, ১৫ জুন ২০১৬

ফাহিমা খাতুনকে গ্রেড-১ মর্যাদায় মহাপরিচালক পদোন্নতি

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ক্যাডারের প্রথম ব্যক্তি হিসাবে গ্রেড-১ এর মর্যাদা পেলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধ্যাপক ফাহিমা খাতুন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে অধ্যাপক ফাহিমা খাতুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসাবে পদায়ন করেছে। অবিলম্বে আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। প্রাথমিকে প্যানেলের শিক্ষকদের নিয়োগের দাবি ॥ নিয়োগের জন্য প্যানেলে থাকা সবাইকে দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নিয়োগ বঞ্চিতরা। বাংলাদেশ প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেড় শতাধিক শিক্ষক এ মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এর আগে সোমবার রাতে প্যানেল শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রী তাঁদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন।
×