ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওসহ তিন জেলায় পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৭:৪১, ১৫ জুন ২০১৬

ঠাকুরগাঁওসহ তিন জেলায় পরিবহন ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ জুন ॥ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন দূর পাল্লার সকল যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার থেকে এ তিন জেলা থেকে ঢাকার উদ্দেশে কোন যাত্রীবাহী কোচ ছেড়ে যায়নি। ফলে ঈদের আগের বাজারে চরম দুর্ভোগে পড়েছে ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের শ্রমিক নেতারা উপস্থিত থেকে দূর পাল্লার সকল প্রকার যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক শাহদাৎ হোসেন, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহ সাংগঠনিক সম্পাদক দিলিপ সরকার, পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেণু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পঞ্চগড় বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী প্রমুখ। হবিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ জুন ॥ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সেবায়েত, পুরোহিত ও পুলিশ পরিবারের সদস্যদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকা-ের প্রতিবাদে মঙ্গলবার মাধবপুর উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ। মাধবপুর হিন্দু বৌদ্ধ এক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও রাজীব দেব রায় রাজুর সঞ্চালনায় কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সুনীল চন্দ্র দাস, প্রমোদ রঞ্জন মালাকার, দুলাল মোদক, আইয়ূব খান, জীবন কুষ্ণ বনিক, পুরোহিত অরুন কুমার নাগ, দিপন মোদক, জগদীশ চন্দ্র ঘোষ ও যুবলীগ সভাপতি সাব্বির হাসান প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, পুলিশ সুপার বাবুল আক্তারের সহধর্মিণী মাহমুদা খানম মিতুর হত্যার প্রতিবাদে জেলা পুলিশের উদ্যোগে এবং সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশসক ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার কাশেমী প্রমুখ। নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুন মামলার চার্জ গঠন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ জুন ॥ জেলায় আলোচিত দুই শিশুসহ পাঁচ খুন মামলার চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার একমাত্র আসামি ভাগিনা মাহফুজের উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, মঙ্গলবার একই পরিবারের দুই শিশুসহ পাঁচ খুনের মামলার চার্জগঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচারকার্য শুরু হলো। বিশ্ব রক্তদাতা দিবস স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মঙ্গলবার সৈয়দপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কয়েকটি সামাজিক সংগঠন পৃথকভাবে র‌্যালি বের করে। সকাল ১১ ‘ব্লাড ডোনেট ফাউন্ডেশন’ এর ব্যানারে, বেলা ১২টায় ‘ভলান্টিয়ার বাংলাদেশ’ ও গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশন র‌্যালি করেছে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, তারিক আজিজ, আওয়ামী লীগ নেতা দিলনেওয়াজ খান প্রমুখ। ১২ সরকারী অফিস দুর্নীতিমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের ১২টি সরকারী দফতরকে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে াংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম এ ঘোষণা দেন। ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের সকল সরকারী দফতরকে দুর্নীতি মুক্ত করতে কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এরই মধ্যে উপজেলার ১৩টি সরকারী দফতরের মধ্যে ভূমি অফিস ছাড়া ১২টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। বাকি একটি অফিসও অচিরে দুর্নীতিমুক্ত করা হবে। এর মাধ্যমে জনগণের জন্য সন্তোষজনক সেবা সহজলভ্য করা সম্ভব হবে বলেও আশাবাদ জানান তিনি।
×