ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পানছড়ি হাসপাতালে এক মাস বিদ্যুত নেই ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৭:৩৭, ১৫ জুন ২০১৬

পানছড়ি হাসপাতালে এক মাস বিদ্যুত নেই ॥ জনদুর্ভোগ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ট্রান্সফরমার বিকল হওয়ায় এক মাস ধরে বিদ্যুতবিহীন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রায় ৬৪ হাজার মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র পানছড়ি হাসপাতাল। বিদ্যুতবিহীন হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ছে মানুষ। নষ্ট হয়ে যাচ্ছে টিকাসহ মূল্যবান ওষুধ। বিকল হওয়া ট্রান্সফরমার সচল করারও কোন উদ্যোগ নেই। এ নিয়ে পানছড়ির সর্বস্তরের জনগণের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ। পানছড়ি উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র পানছড়ি হাসপাতালের ট্রান্সফরমার গত ১৩ মে বিকল হয়ে যাওয়ায় সে দিন থেকে হাসপাতালটি বিদ্যুতবিহীন রয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। বিদ্যুত না থাকায় হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা কোন ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে না। অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে প্রচ- গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া বিদ্যুত না থাকায় টিকাসহ মূল্যবান ওষুধ সংরক্ষণ করা সম্ভব না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। টানা বিদ্যুত না থাকায় হাসপাতালে পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। রাতে মোমবাতি জ¦ালিয়ে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। পানছড়ি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার বিদুর্শী চাকমা বিপু জানান, ট্রান্সফরমারটি সচল করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোন কাজ হয়নি। খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৪ জুন ॥ শহরের নিউ কলোনি ও ড্রাইভারপাড়া শিশুদের খেলার মাঠ ও ঈদগাঁ মাঠ রক্ষার দাবিতে মঙ্গলবার রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের দফতরের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিউ কলোনি মাঠ রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক শামিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।
×