ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ আহত ২০

প্রকাশিত: ০৭:৩৫, ১৫ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ আহত ২০

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনার ডুমুরিয়া ও গাজীপুর ও লালামনিরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টারও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ ডুমুরিয়া উপজেলার চুকনগরের কাঞ্চনপুর (পোড়াবাড়ি) মঙ্গলবার সকালে একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মাইক্রোবাসে থাকা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের বিপণন সহকারী শিমুল হোসেন (৩০) এবং সবুজ আহম্মেদ (৩২)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী ওষুধ কোম্পানির মাইক্রোবাসটি সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের কাঞ্চনপুর (পোড়াবাড়ি) পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রোস্তম আলীর বাড়ির মধ্যে ঢুকে উল্টে যায়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের বিপণন সহকারী শিমুল হোসেন (৩০) এবং সবুজ আহম্মেদ (৩২) ঘটনাস্থলেই মারা যান। গাজীপুর ॥ গাজীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ভোরে অজ্ঞাত একটি গাড়ি এক যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। লালমনিরহাট ॥ হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলগেট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিকে ট্রাক খাদে পড়ে দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতরা হলো ট্রাকের হেলপার প্রদীপ চন্দ্র (২৫) ও ট্রাকের শ্রমিক স্বদীপ চন্দ্র (২০)। জানা যায়, পাটগ্রামগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে লালমনিরহাটগামী ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরার কৃতিম চন্দ্রের পুত্র প্রদীপ চন্দ্র ও জয়চানের পুত্র স্বদীপ চন্দ্র (২০) ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। চবি সিন্ডিকেট সদস্য হলেন ঢাবি উপাচার্য চবি সংবাদদাতা ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. দেবাশিস পালিতকেও সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এ তিন শিক্ষককে আগামী দুই বছরের জন্য চবি সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ মনোনয়ন দেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে যোগদান করেছেন। প্রফেসর আরেফিন সিদ্দিককে সিন্ডিকেট সদস্য মনোনীত করায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে কৃতজ্ঞতা জানান।
×