ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চালকসহ দুই খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:২৪, ১৫ জুন ২০১৬

চালকসহ দুই খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে চালককে ছুরিকাঘাতে খুন ও প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে খুন এবং সিলেট, সাতক্ষীরা মাগুরায় তিন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ গাজীপুরে যাত্রীবেশে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত প্রাইভেটকারের এক চালককে ছুরিকাঘাতে খুন করেছে। নিহত চালকের নাম আমীর আলী ওরফে আকা (৫০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকার হাজী রওশন আলীর ছেলে। পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি স্ট্যান্ডে ভাড়ায় প্রাইভেট কার চালাত আমীর আলী। সোমবার রাতে এক নারী ও দুইজন পুরুষ বড়বাড়ি থেকে গাজীপুর শহরের শিববাড়ি যাওয়ার কথা বলে আমীর আলীর প্রাইভেটকার ভাড়া নেয়। রাতে প্রাইভেটকারটি শিববাড়ি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা কারের ভেতরে চালক আমীর আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত আমীর আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইশ^ড্ডা এলাকা হতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমেনা বেগম (২৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ইশ^ড্ডা এলাকার মোঃ জাফর হোসেনের স্ত্রী। সিরাজগঞ্জ ॥ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় সোমবার রাতে আফছার আলী (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আফছার আলী (৩৫) বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। জানা গেছে, আফছার আলী এলাকার চিহ্নিত চোর। মাঝে-মাঝেই চুরি করে ধরা পড়ত। সোমবার গভীর রাতে কে বা কারা তাকে হত্যার পর লাশ ধুকুরিয়া বিল এলাকায় ফেলে রেখে চলে যায়। সিলেট ॥ সিলেট নগরীর শাহজালাল সেতুর উত্তর পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তাজ উদ্দিন আহমদ (৫২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়া দুবাগ এলাকার মনোয়ার মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কোতোয়ালি থানা পুলিশ রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় একটি পুকুর থেকে হারান ঋষি (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে ছনকা গ্রামের ঋষিপাড়ার একটি পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। হারান ঋষি সাতক্ষীরা শহরের লস্করপাড়া এলাকার দুলাল ঋষির ছেলে ও ছনকা গ্রামের অভিলাস ঋষির মেয়ে জামাই। হারান ঋষির শ্বশুর অভিলাস ঋষি জানান, তার জামাই তাদের বাড়িতে থাকত। কিন্তু সে সোমবার সাতক্ষীরায় নিজেদের বাড়িতে গিয়ে আর ফেরেনি। মাগুরা ॥ মঙ্গলবার দুপুরে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটির ঢাল থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে মাগুরা হাইওয়ে পুলিশ। জানা যায়, পুলিশ দুপুরে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবহাটির ঢাল এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
×