ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ’লীগ নেতা অপহরণ ॥ বান্দরবানে অবরোধ

প্রকাশিত: ০৭:২৩, ১৫ জুন ২০১৬

আ’লীগ নেতা অপহরণ ॥ বান্দরবানে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৪ জুন ॥ সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মং প্রু মার্মাকে অপহরণের প্রতিবাদে আগামী ১৫ জুন থেকে বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। জানা গেছে, সোমবার রাতে জামছড়ি মুখপাড়ার নিজ বাসা থেকে ১০ জনের একটি অস্ত্রধারী গ্রুপ মংপ্রুকে নিয়ে যায়। অপহৃত মংপ্রু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএএস)-এর সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র জনসংহতি সমিতির সঙ্গে সংঘাতের জের ধরে এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে নেতারা। এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বান্দরবান মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নেতারা। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত সাবেক মেম্বারকে সুস্থ অবস্থায় ছেড়ে না দিলে বান্দরবান জেলায় সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় দোকান খোলা থাকবে। ছুরিকাঘাতে এএসআই আহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় পুলিশের অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে এএসআই তৌহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে ঝিকরগাছার ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ জনকে আটক করেছে। পুলিশ জানান, সোমবার রাতে পুলিশের একটি টিম অভিযানে ছিল। রাত পৌনে ২টার দিকে ওয়াপদা বস্তি এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় এ এসআই তৌহিদুল এক ডাকাতকে ধরে ফেলে। এ সময় ওই ডাকাত তৌহিদুলের পেটে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফের গুলিতে যুবক আহত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৪ জুন ॥ দৌলতপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফের গুলিতে আজম (২০) নামে এক চোরাকারবারি আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া শকুনতলা বাজার এলাকার রফিকের ছেলে মাদক চোরাকারবারি আজমের নেতৃত্বে একদল চোরাকারবারি মাদক পাচারের উদ্দেশ্যে জামালপুর সীমান্তের ১১৮ নতুন সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারত ভূ-খন্ডের রায়ডাঙ্গা সীমান্তে প্রবেশ করে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে মাদক পাচারকারী আজম আহত হয়। অস্ত্রসহ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুন ॥ মঙ্গলবার ভোরে পুলিশ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ নান্নু মিয়া নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় নান্নু নামের ওই সন্ত্রাসীকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে এদিন সকালে একই এলাকা থেকে সাজু মিয়া ও চান মিয়া নামের দু’চোরকে দু’টি অটোরিক্সাসহ আটক করা হয়েছে। সাভারে ব্যবসায়ী গুলিবিদ্ধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুন ॥ সাভারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রুহল আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী আহত হয়েছে। তিনি দেওগাঁ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার ভোরে সাভার মডেল থানাধীন দেওগাঁ পূর্বপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আহত মৎস্য ব্যবসায়ী রুহল আমিনের বোন জানায়, দেওগাঁ পূর্বপাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন তার ভাই রুহুল আমিন। ওই তিনটি পুকুর পাহারা দেন তার ভাই। ভোর পাঁচটার দিকে কয়েক সন্ত্রাসী পুকুর পাড়ে গিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই তার ভাইয়ের পায়ে গুলি করে এবং সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অস্ত্রসহ নারী আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ থেকে বিদেশী পিস্তলসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার সকালে বারইখালীর তেতুলবাড়িয়া গ্রাম থেকে ওই নারীকে আটক করে। অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা বলেন, র‌্যাবের অভিযানে বিদেশী একটি পিস্তলসহ এক নারী আটক হয়েছে। বিএনপি নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ইউপি বিএনপির সহ-সভাপতি আলতাফ সরদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে একই উপজেলার চিংড়াখালী ইউনিয়নের উত্তর চিংড়াখালী গ্রামে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি নেতার ভাই আক্কাস বলেন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলতাফ সরদারের সঙ্গে স্থানীয় আরিফ সরদার নামে এক যুবকের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
×