ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ বন্ধ ॥ সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০৭:২২, ১৫ জুন ২০১৬

নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ বন্ধ ॥ সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুন ॥ মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া আশুলিয়া থানাধীন গোরাট এলাকায় প্রতিষ্ঠিত ‘নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ’ এর বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার ভোরে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরুদ্ধ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে উদ্ধার করতে গেলে এ পরিস্থিতির উদ্ভব হয়। সংঘর্ষে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদিরসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পুলিশ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। জানা গেছে, রবিবার রাতে ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নূর ইমাম মেহেদী নামে এক প্রশাসনিক কর্মকর্তাকে মারধর ও অবরুদ্ধ করে রাখে। সেবায়েত হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৪ জুন ॥ ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সৎসঙ্গ আশ্রমের সেবায়েত হত্যার পৈশাচিক ঘটনার সমবেদনা জানিয়ে বলেছেন, যারা ধর্মযাজক, সেবায়েত, পুরোহিত, হত্যার মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে তারা শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টানদের শক্র নয় এরা মুসলমানেরও শত্রু। মানবতাবিরোধী এ গণশত্রুকে নির্মূল না করা হলে জাতিকে রক্ষা করা যাবে না। এজন্য দরকার রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলন। ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য মঙ্গলবার সৎসঙ্গ আশ্রমে সেবায়েত হত্যার ঘটনায় সমবেদনা জানাতে এসে এ কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে গুঞ্জন শুনছি হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছে এদেশে কি আর থাকতে পারব? আমার সুস্পষ্ট জবাব এদেশ আমাদের মরতে হয় মরব তবে লড়াই করে বাঁচতে হবে। হস্তশিল্প প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ জুন ॥ জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে ১২০ অসচ্ছল ও বেকার নারীকে ৩ মাস মেয়াদে হস্তশিল্প, ব্লক বাটিক ও মাশরুম প্রশিক্ষণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুল হাই। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম। জেলে শিশুদের স্কুলড্রেস নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৪ জুন ॥ রায়পুরে ভাসমান জেলেদের স্কুল পডুয়া ছেলে-মেয়েদের স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর তহবিল থেকে মঙ্গলবার উপজেলার চরবংশী ইউনিয়নের হাজিমারা সøুইসগেট এলাকার ১২ জন ভাসমান জেলে পরিবারের শিশুদের মাঝে স্কুলড্রেস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
×