ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে জেলে অপহরণের সময় ট্রলারডুবিতে নিখোঁজ ৫

প্রকাশিত: ০৭:২১, ১৫ জুন ২০১৬

বঙ্গোপসাগরে জেলে অপহরণের সময় ট্রলারডুবিতে নিখোঁজ ৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে নারিকেল বাড়িয়া এলাকায় মঙ্গলবার ভোরে ইলিশ আহরণের জেলে বহরে ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন। মৎস্যজীবী ও ট্রলার মালিক সমিতির সূত্রে এ খবর পাওয়া গেছে। জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেল বাড়িয়া এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় এফবি মায়ের দোয়া ১ ও এফবি মায়ের দোয়া ২ ট্রলারসহ চার ট্রলারে ডাকাতি করে ছয় জেলে ও মাঝিকে অপহরণ করে দস্যু বাহিনী। অপহরণের পর দস্যুদের ব্যবহৃত ছোট ট্রলারে কওে জেলেদের সুন্দরবনের গহীনে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে ট্রলার ডুবে যায়। এ সময় অপহৃত চার জেলেসহ এক দস্যু নিখোঁজ হয়। কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার মোঃ হাসান বলেন, খবর পাওয়া মাত্রই নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে। স্নাতকোত্তর ভর্তির প্রাথমিক আবেদন ৩০ জুন পর্যন্ত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়নের শেষ সময় ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁ.বফঁ/ধফসরংংরড়হং) ও (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। মাদক সেবনের প্রতিবাদ করায় বোমা হামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদক সেবনের প্রতিবাদ করায় নগরীর শিরোইল মসজিদ পাড়ায় হামলা চালিয়েছে পাশের বাস্তুহারা পাড়ার একদল বখাটে যুবক। এ সময় তারা বেশ কয়েকটি পেট্রোল ও হাতবোমা ফাটায়। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বাস্তুহারা মহল্লার কিছু যুবক শিরোইল মসজিদ পাড়ায় চুরি, ছিনতাই ও গাঁজা সেবনসহ বিভিন্ন অসামাজিক কাজ করে আসছিল। সোমবার বিকেলে তারা প্রকাশ্যে বসে গাঁজা সেবন করছিল। এর প্রতিবাদ করেন সেখানকার কয়েকজন যুবক। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিত-া হয়। এর জের ধরে রাত সোয়া ৮টার দিকে আনোয়ার হোসেন রাজের নেতৃত্বে বাস্তুহারা পাড়ার ১৫-২০ জনের একটি দল শিরোইল মসজিদ পাড়া এলাকার হামলা চালায়। প্রথম দফায় তারা ওই এলাকার টিপু ও মুক্তারের দোকানে হামলা চালায়। পরে পেট্রোলবোমা ছুড়ে দোকানটিতে আগুন দেয় হামলাকারীরা। একই সঙ্গে হাতবোমা ফাটিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে তারা সেখানকার আরও ৮টি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। বিএডিসির আমন বীজ বিক্রি শুরু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৬-১৭ বিতরণ মৌসুমে সারাদেশে কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর মোট ১৯,৫৬০ টন এবং ১৬ টন বিএডিসি হাইব্রিড আমন ধানবীজ বিক্রি শুরু করেছে। উল্লেখ্য, ব্রিধান-৩৪ ও ব্রিধান-৩৮ (সকল সুগন্ধিজাত) প্রত্যায়িত শ্রেণীর আমন বীজের বিক্রয়মূল্য প্রতিকেজি ৫৫ টাকা ও ভিত্তি শ্রেণীর প্রতিকেজি ৬০ টাকা। বিআর-২২ ও বিআর-২৩, নাইজারশাইল ও বিনাশাইল জাতের প্রত্যায়িত শ্রেণীর আমন ধানবীজের বিক্রয়মূল্য প্রতিকেজি ৩২ টাকা ও ভিত্তি শ্রেণীর প্রতিকেজি ৩৬ টাকা। অন্যান্য সকল জাতের আমন ধানবীজের প্রত্যায়িত শ্রেণীর বিক্রয়মূল্য প্রতিকেজি ৩১ টাকা ও ভিত্তি শ্রেণীর প্রতিকেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাইব্রিড (সকল জাত) আমন ধানবীজের বিক্রয়মূল্য প্রতিকেজি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিএডিসির ২২টি আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র হতে শুধু নিবন্ধিত বীজ ডিলার, ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয় কেন্দ্র হতে নিবন্ধিত বীজ ডিলার ও কৃষকদের নিকট এবং ২০টি জেলা বীজ বিক্রয় কেন্দ্র ও ৩৬টি উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র হতে সরাসরি কৃষকদের নিকট ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বীজ বিক্রয় করা হচ্ছে। - বিজ্ঞপ্তি
×