ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি ও সহিংসতা রোধে মার্শাল আর্ট

প্রকাশিত: ০৭:২১, ১৫ জুন ২০১৬

যৌন হয়রানি ও সহিংসতা রোধে মার্শাল আর্ট

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ মুশফিকা নাজনীন, হিরামণি ও মুক্তা আক্তার। কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর তিন ছাত্রী। তিনজনই প্রচ- সাহসী ও আত্মবিশ্বাসী। বিদ্যালয়ের পথে বখাটেদের যৌন হয়রানি এখন আর মোটেই ভয় করে না এরা। কঠিন মনোবল আর সাহস নিয়ে রুখে দাঁড়ায়। কারণ- তিন কিশোরীই শিখেছে মার্শাল আর্ট প্রশিক্ষণ বা আত্মরক্ষার কৌশল। শুধু এ তিন কিশোরীই নয়, মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছে বিদ্যালয়টির আরও ১৬ ছাত্রী। বলা যায়, এদের কারণে স্কুলটির আশপাশ এখন বখাটেমুক্ত। জানা গেছে, বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলার চারটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি থেকে ২০ জন করে মোট ৮০ জন কিশোরীকে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। অন্য তিনটি বিদ্যালয় হচ্ছে- নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় ও মোহনগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়। নাদিম আহমেদ নামে একজন মার্শাল আর্ট প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ প্রদান করে। কার্যক্রমটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে ‘ইউএন ট্রাস্ট ফান্ড টু ইন্ড ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’ নামক একটি দাতা সংস্থা। বিএনপিএস’র ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ প্রকল্পের জেলা সমন্বয়কারী তোফাজ্জল হোসেন সেলিম জানান, সহিংতামুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২০১৪ সাল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। মার্শাল আর্ট ছাড়াও ওই প্রকল্পের আওতায় কিশোরীদের আমার জীবনের লক্ষ্য, আমাদের পরিচিতি-আমাদের গর্ব, আমার আছে অধিকার, নির্যাতনমুক্ত জীবন, নির্যাতন থেকে সুরক্ষা, সুস্থ মন সুস্থ শরীর প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।
×