ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে বাজারে জাল টাকার ছড়াছড়ি

প্রকাশিত: ০৭:২০, ১৫ জুন ২০১৬

রায়পুরে বাজারে জাল টাকার ছড়াছড়ি

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৪ জুন ॥ প্রতিবারের মতো এবারও রমজান ও ঈদকে সামনে রেখে রায়পুর উপজেলার হাট-বাজারগুলোতে ব্যবসায়ীদের মধ্যে জাল টাকার আতঙ্ক বিরাজ করছে। এবার জাল টাকার আতঙ্ক বিরাজ করছে বেশি। প্রতিনিয়ত ব্যবসায়ীদের হাতে আসছে জাল টাকার নোট। মঙ্গলবার সকালে উপজেলার বানমনী ইউনিয়নের সাইচা গস্খাম থেকে পান্না বেগম (২৭) নামে এক নারীকে এক হাজার টাকার পাঁচটি নতুন জাল নোট ও ৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পান্না একই এলাকার কামাল হোসেনের স্ত্রী। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, রমজান ও ঈদকে সামনে রেখে রায়পুর উপজেলার হাট-বাজারগুলোতে প্রতিনিয়ত ব্যবসায়ীদের হাতে আসছে জাল টাকার নোট। স্থানীয় ব্যাংক থেকে অনেক সময় টাকা উত্তোলন করতে গেলে জাল টাকা আসছে। বর্তমানে এ চক্রটি মহিলাদেরও ব্যবহার করছে। চক্রটি অপেক্ষাকৃত বেশি ভিড় মার্কেটগুলো নিরাপদ ভেবে সেখানে জাল টাকা ব্যবহার করছে। নোটগুলো জাল চিহ্নিত হলে ঝামেলা এড়াতে চুপিসারে ভুক্তভোগী নোটটি নষ্ট করে নিজেকে বিপদমুক্ত করে। প্রশাসনের ঝামেলা এড়াতে অনেকেই নীরবে থাকছেন। সম্প্রতি এক স্কুল শিক্ষক ব্যাংক থেকে বেতনের টাকা তোলেন এবং ওই ব্যান্ডিলের মধ্যে থেকে দুটি ৫শ’ টাকার জাল নোট হাতে আসলে তাৎক্ষণিক তা নষ্ট করে ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক রায়পুরের কয়েকজন বিক্রেতা জানান, প্রায় সময় জাল নোট হাতে আসছে কিন্তু ঝামেলা এড়াতে নষ্ট করে ফেলছি। তাছাড়া বড় অংকের নোটগুলো ভাল করে যাচাই বাছাই করে নেয়ার চেষ্টা করছি। জাল টাকার ছড়াছড়ি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিড়ম্বনার শিকার হতে হচ্ছে ক্রেতাÑবিক্রেতা উভয়কে। খুচরা বিক্রেতা থেকে শুরু করে পাইকারি বিক্রেতাদের হাতে আসছে জাল টাকা। জাতীয় ভার্সিটির প্রথম বর্ষ রেজিঃ কার্ড অনলাইনে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্র্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিবিএ, বিইডি, এএমটি, এফডিটি, কেএমটি, সিএসই, ইসিই, বিএফএ, টিএইচএম ও টিএমএস প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্টআউট ১৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত অনলাইন থেকে নিতে পারবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং/ৎবমরপধৎফ) এবং (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। অস্ত্রসহ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত মোমিন মিঝি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুই রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ তাকে সদর উপজেলার কালীরচর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। সদরের মেঘনা নদীতে বিভিন্ন সময়ে নৌ-ডাকাতি ও নিজ গ্রামে সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে সে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে।
×