ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকিতে বড় জয়ে ফের শীর্ষে ঊষা

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ জুন ২০১৬

হকিতে বড় জয়ে ফের শীর্ষে ঊষা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি’ তে সোমবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল আবাহনী লিমিটেড। মঙ্গলবার মাত্র ২০ ঘণ্টা পরেই হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিল ঊষা ক্রীড়া চক্র! মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ঊষা ৫-২ গোলে হারায় সোনালী ব্যাংক স্পোর্টস রিক্রিয়েশন সেন্টারকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। ১০ খেলায় এটা নবম জয় ঊষার। পয়েন্ট ২৮। পেছনে ফেলল আবাহনীকে (২৬)। সমান ম্যাচে এটা সোনালী ব্যাংকের ষষ্ঠ হার। পয়েন্ট ১০। ঊষার পক্ষে আলীম বেলাল তিন, হাসান যুবায়ের নিলয় ও পুস্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে দুটি গোল শোধ দেন ইহসানউল্লাহ ও রাব্বি সালেহীন রকি। সুপার সিক্সের লড়াইয়ে কিছুটা এগিয়ে ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (বিএসসি)। আরও একটু নিশ্চিত হতেই উভয় দল আপ্রাণ লড়াই করে। ম্যাচ শেষের চার মিনিট আগে বিএসসি গোল করলে তা নিয়মবহির্ভূত দাবি করে ওয়ান্ডারার্সের খেলোয়াড়রা প্রতিবাদ করে। তাতে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী যেকোন দলের উচ্ছৃঙ্খলতার দরুণ খেলা বন্ধ থাকলে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কয়েকদিন আগে সাধারণ বীমাকে এমন জরিমানা করা হয়। মঙ্গলবার নিয়ম অনুযায়ী ওয়ান্ডারার্স ও বিএসসিকে জরিমানা করা হবে কি না, এ বিষয়ে জানতে চাওয়া হলে কোন সদুত্তর মেলেনি ফেডারেশনের কর্মকর্তাদের থেকে! তবে এই দুই দলকে জরিমানা করা না হলে সাধারণ বীমাও যে জরিমানার টাকা দেবে নাÑ সেটি নিশ্চিত বলে জানিয়েছেন বীমারই এক প্রতিনিধি। ম্যাচে গোল করেন বিএসসির সেরাজ আলী এবং বেলাল হোসেন। ওয়ান্ডারার্সের সজীব হোসেন এবং সারোয়ার মোর্শেদ নিজ দলের পক্ষে গোল করেন। ১০ খেলায় ওয়ান্ডারার্সের পয়েন্ট ১৫, সমান ম্যাচে বিএসসির ১৪।
×