ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্যামুয়েলসের ব্যাটে উইন্ডিজের জয়

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ জুন ২০১৬

স্যামুয়েলসের ব্যাটে উইন্ডিজের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাননি উসমান খাজা, ৮ রানের জন্য দশম ট্রিপল ফিগার বঞ্চিত মারলন স্যামুয়েলস। পার্থক্য, ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় পেয়েছে স্যামুয়েলসের দল। সেন্ট কিটসে ৭ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। জবাবে ৪৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জেসন হোল্ডারের উইন্ডিজ। ৯২ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা স্যামুয়েলস। হার সত্ত্বেও ৪ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে সমান জয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক ক্যারিবীয়রা। আর ৩ ম্যাচে ১ জয়ে সবার নিচে তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে উইন্ডিজ-প্রোটিয়া ম্যাচ আজ। ফাইটিং স্কোর টপকাতে ক্যারিবীয়দের প্রচেষ্টাটা ছিল সম্মিলিত। স্যামুয়েলসের নামটা সেখানে আলাদাভাবে উল্লেখ্য। তার ৯২ রানের দুর্দান্ত ইনিংসটিই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মেরুদ । যাতে ভর দিয়েই অস্ট্রেলিয়ার তোলা ২৬৫ রানকে ২৬ বল বাকি রেখে টপকে যায় ক্যারিবীয়রা। ৪ উইকেটের এই পরাজয় ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার দ্বিতীয় হার। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিশাল রানের নিচে চাপা পড়ার ঝুঁকিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং অর্ডারে ১ নম্বরে উঠে আসা উসমান খাজার ৯৮ রান গড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ভিত। মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি পাননি। তবে তার গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ভালই ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। স্মিথ ৭৪ আর বেইলি ৫৫ রানে আউট হওয়ার পরই মূলত পথ হারায় অস্ট্রেলিয়া। ৩৪ ওভারে ১ উইকেটে ১৭১ থেকে যেখানে বড় সংগ্রহের দিকেই এগোনোর কথা, সেখানে তাদের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৬৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলে নেন জেসন হোল্ডার, ক্রেইগ ব্রেথওয়েট ও কাইরন পোলার্ড। অস্ট্রেলিয়ার ২৬৫ রানের জবাবটা শুরু থেকেই দারুণভাবে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারের আগেই বিনা উইকেটে ৭৪ রান তুলে ফেলা ক্যারিবীয়রা বাকি কাজটা করেছে মাথা ঠা-া রেখে। ৮৭ বলে ৯২ রানের পথে মারলন স্যামুয়েলস মেরেছেন ৮ চার ও ৪ ছক্কা। এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস ৪৮ আর আন্দ্রে ফ্লেচার ২৭ রান করে আত্মবিশ্বাসে রসদ যুগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের জয়টা আরও উপভোগ্য হতো, যদি স্যামুয়েলস সেঞ্চুরি পেতেন। ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়েছেন ক্যারিবীয়দের টি২০ বিশ্বকাপে ফাইনালে জয়ের নায়ক। অবশ্য জয়টাকেই বড় করে দেখা এই তারকা বলেন, ‘সেঞ্চুরি নয়, আমার কাছে দলের জয়ই বড়। এখানে ব্যাটিং করা সহজ ছিল না। সবাই সামর্থ্য মতো অবদান রেখেছে। সামনের ম্যাচগুলোতেও ভাল করতে আমি আত্মবিশ্বাসী।’ স্যামুয়েলস ও চার্লসের দুটি ইনিংসের সঙ্গে ডোয়াইন ব্রাভোর ৩৯, দিনেশ রামদিনের ২৯ আর কাইরন পোলার্ডের ১৬ রানে জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান কোল্টার নাইল ও এ্যাডাম জামপা ২টি করে উইকেট নিলেও তা অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিল না। হারের ব্যাখ্যায় অসি সেনাপতি স্মিথ বলেন, ‘আমাদের ১৫-২০ রান কম হয়ে গেছে। সামনের ম্যাচে আরও ভাল ব্যাটিং করতে হবে।’
×