ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব ভুলে খেলায় মনোযোগ তামিমের

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ জুন ২০১৬

সব ভুলে খেলায় মনোযোগ তামিমের

স্পোর্টস রিপোর্টার ॥ সুপার লীগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে এক স্টাম্পিংকে কেন্দ্র করে আম্পায়ারদের সঙ্গে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল অশোভন আচরণ করেছেন। তা নিয়ে স্বাভাবিকভাবেই অনুতপ্ত তামিম। তা যতই সিসিডিএম সমন্বয়ক আমিন খান বলুন না কেন, ম্যাচ রেফারির রিপোর্টে তামিমকে নিয়ে কিছু লেখা নেই! তামিম তো আর আমিন খানের মতো নয়, তাই দুইদিন ধরে সংবাদ মাধ্যমের কাছে তার কথাবার্তায় অনুতপ্তের ছেঁাঁয়াই মিলছে। তবে এখন আর এসব নিয়ে ভাবতে রাজি নন তামিম। যেহেতু আজ মোহামেডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই সব ভুলে খেলায় মনোযোগ দিতে চান। তামিম যেমন আজকের ম্যাচ নিয়ে বলেছেন, ‘হ্যাঁ আমাদের জন্য কাল (আজ) খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ওদের (মোহামেডান) জন্যও। সুপার লীগের প্রথম ম্যাচ ওদের পক্ষে যায়নি। চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে হলে দুই দলেরই ‘মাস্ট উইন গেম’। আমরা শেষ চার-পাঁচটা ম্যাচ যেভাবে খেলেছি, আমরা আমাদের তরফ থেকে পুরোপরি চেষ্টা করব সেই রকমই কিছু করতে। একটা ভাল ছন্দে আছি, সে ছন্দ ধরে রাখার চেষ্টাও করব। নিঃসন্দেহে তারা অনেক শক্তিশালী একটি দল। ওদের সঙ্গে জিততে পারলে আমরা পয়েন্ট টেবিলে একটা ভাল অবস্থানে এসে যাব।’ এ ম্যাচের উত্তাপ আপনি কতটা ফিল করেন? প্রশ্নটি করতেই তামিম বলেছেন, ‘হয়তো আগের মতো সে দর্শক আসে না। কিন্তু আমি নিশ্চিত, আবাহনী-মোহামেডান ম্যাচ খেলার আগে সবার মনের ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করে। এটা আমি আগেও বলেছিলাম। সে অনুভূতিটা অবশ্যই থাকবে। আবাহনী-মোহামেডানের একটা ইতিহাস আছে।’ দেশের দুই সেরা দলের মধ্যকার ম্যাচটি বিকেএসপিতে হবে। এ নিয়ে সবার ভেতরই আছে ভাবনা। ম্যাচটি কী মিরপুরে হলে ভাল হতো? প্রশ্নটি ছুড়ে গেল তামিমের কাছেও। জবাব দিলেন, ‘পুরো টুর্নামেন্টেই তো মিরপুরে খেলা হচ্ছে সেখানে তো বেশি দর্শক আসে নাই। এটা আমি বলতে পারি না এটা আসলে সিডিউলটা করে হলো সিসিডিএম। কে কার সঙ্গে খেলবে, কোথায় খেলবে; এটা তারা নির্ধারণ করে। আমরা তো সব মাঠেই খেলছি ঘুরে ফিরে। অন্যদলও খেলছে। ভেন্যু কোন বড় বিষয় না। খেলাটাই বড় বিষয়।’ কাগজে কলমে এখনও আবাহনীই সেরা দল। তারপরও সেই রকম পারফর্মেন্স নেই। কেন? তামিম জানালেন, ‘এমন কিছুই না। আমরা যখন শুরু করেছি, তখন আমাদের সেরাটা খেলতে পারি নাই। তবে শেষ কয়েকটা ম্যাচে আমরা খুব ভাল খেলছি। শেষ চারটা ম্যাচেই জিতেছি যেটা খুব ভাল। হয় তো টুর্নামেন্টের শেষে এসে ভাল খেলা শুরু করেছি। এই ক্রিকেটটা যদি আমরা ধরে রাখতে পারি সুপার লীগে, তাহলে আমরা একটা ভাল অবস্থানে থাকব।’ আম্পায়ারিং আরেকটু ভাল আশা করেন? তামিম বললেন, ‘দেখেন আম্পায়ার নিয়ে কিছু কথা না বলাই ভাল। বড় ম্যাচে আমাদের কাজ হলো ভাল খেলা, আমরা সেদিকেই ফোকাস করছি, এর চেয়ে বেশি কিছু না।’ আম্পায়ারিং নিয়ে এত কথা এটাকি বিব্রতকর? তামিম এসব নিয়ে কথা বলতে না করলেন, ‘আমি একটা কথা আপনাদের আগেই বলেছি এসব নিয়ে কোন প্রশ্ন করবেন না।’
×