ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সতর্ক ফ্রান্সের দৃষ্টি শেষ ষোলোয়

প্রকাশিত: ০৬:৩১, ১৫ জুন ২০১৬

সতর্ক ফ্রান্সের দৃষ্টি শেষ ষোলোয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুইজারল্যান্ডের কাছে হারলেও দুর্দান্ত খেলে বড় দলগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে আলবেনিয়া। ‘এ’ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে উজ্জীবিত হয়েই নামবে তারা এবারের ইউরো আয়োজক ফ্রান্সের বিপক্ষে। প্রথম ম্যাচে ফরাসীদের পক্ষে গোল করা স্ট্রাইকার অলিভার জিরড আলবেনিয়ার বিষয়ে সতীর্থদের সতর্ক করেছেন। তবে রোমানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এ ম্যাচেও জেতার জন্য উন্মুখ হয়েই নামবে ফ্রান্স। আগে ভাগে প্রি-কোয়ার্টারে ওঠা নিশ্চিত করতে চায় তারা। ম্যাচটি রাত ১টায় শুরু হবে। একই গ্রুপের অপর ম্যাচে রাত ১০টায় রোমানিয়ার বিপক্ষে একই লক্ষ্যে মাঠে নামবে সুইজারল্যান্ড। সবকিছু ছাপিয়ে ‘বি’ গ্রুপে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচটিকে ঘিরে। এতদিন ইংল্যান্ডের হয়ে খেলেছেন ওয়েলসের ফুটবলাররা, এবারই প্রথম এককভাবে ওয়েলস খেলছে। মঙ্গলবার এ দু’দল মুখোমুখি হওয়া নিয়ে তাই ইউরোতে বাড়তি উত্তাপ সৃষ্টি হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে ড্র করা ইংলিশরা চাপের মুখ পরতে পারে আজই। ওয়েলসের কাছে প্রথম ম্যাচ হারা সেøাভাকিয়াকে হারালে বেশ ভাল অবস্থানে চলে যাবে রাশিয়া। তবে সেøাভাকরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে আজ সন্ধ্যা ৭টায়। আর উভয় দলই আজ জিততে মরিয়া। কারণ টুর্নামেন্টে টিকে থাকার জন্য সেøাভাকিয়ার হারলে চলবে না। আর, প্রথম ম্যাচে ড্রয়ের পর এবার জিতে নিজেদের চাপমুক্ত রাখতে চায় রাশিয়া। শুরুর পাঁচটা মিনিট বাদ দিলে সুইসদের বিপক্ষে ম্যাচটায় ছোট দল হিসেবে জিতে গেছে আলবেনিয়া। দারুণ খেলেছে তারা। এবারই প্রথম ইউরো আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে দলটি। তবে প্রচেষ্টা ছিল ১৯৬৪ সাল থেকেই। কোনবারেই বাছাইপর্বেও দারুণ কিছু করতে পারেনি। কিন্তু এবার শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারানোর মধ্য দিয়ে বাছাই শুরু করেছিল। দারুণ বাছাই খেলার ছাপটা এবার চূড়ান্ত পর্বেও দেখা গেছে আলবেনিয়ার মধ্যে। প্রথম ম্যাচে তারা শুরুতেই (৫ মিনিটের সময়) সুইজারল্যান্ডের কাছে গোল হজম করে পরাজিত হয়। বড় কোন আন্তর্জাতিক আসরে এই প্রথম অংশ নেয়ার উত্তেজনায়ই হয়ত গোলটি হজম করেছিল তারা। কিন্তু পুরো সময়টা দারুণ খেলেছে দলটি। এ কারণেই আলবেনিয়াকে নিয়ে বেশ সতর্ক ফ্রান্স। প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও সেটি ছিল ৮৯ মিনিটে দিমিত্রি পায়েটের করা দারুণ গোলের কল্যাণে। এ কারণেই বেশ সতর্ক হয়েই নামবে ফরাসীরা। জয় নিয়েই মাঠ ছাড়তে উন্মুখ স্বাগতিকরা। কারণ জিতলেই ‘এ’ গ্রুপ থেকে সবার আগে চলতি ইউরোর প্রি-কোয়ার্টার নিশ্চিত হবে তাদের। গিরড মনে করেন কোচ দিদিয়ের দেশমের নির্দেশনা মোতাবেক এবার দলের সবাই জ্বলে উঠতে পারবেন। এ বিষয়ে গিরড বলেন, ‘টুর্নামেন্ট যতই এগোবে আমি নিশ্চিত যে আমরা ক্রমেই ভাল দল হয়ে উঠব। আমি তখনই বেশি ভাল করি যখন খুব চাপে থাকি। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।’ সম্প্রতিই দারুণ সমালোচিত গিরড দুর্দান্ত হয়ে উঠেছেন। ইউরো দলে নেই অন্যতম ভরসা করিম বেনজেমা। তার অভাবটা বোধ হলেও গিরড ফ্রান্সের হয়ে সর্বশেষ ৮ ম্যাচে ৮ গোল করে বেশ ভালভাবেই ব্যাকআপ দিচ্ছেন দেশমকে। প্রথম ম্যাচটায় শিষ্যদের নৈপুণ্যে তেমন সন্তুষ্ট হতে পারেননি দেশম। এ কারণে আলবেনিয়ার বিপক্ষে কৌশলগত কিছু পরিবর্তনের জন্য একাদশেই কিছুটা উলট-পালট করতে পারেন তিনি। মাঝমাঠে ম্লান পল পোগবার স্থলে মুসা সিসোকো এবং স্ট্রাইকার এ্যান্টোইন গ্রিজম্যানের জায়গাটা নিতে পারেন কেউ। অপরদিকে, সুইসরা আর পেছনের কথা ভাবতে চাইছে না। আলবেনিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ঝুলিতে যোগ হয়েছে মূল্যবান ৩ পয়েন্ট। আজ রোমানিয়ার বিপক্ষে যেকোন ব্যবধানে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্রি-কোয়ার্টার। এ ম্যাচে যে করেই হোক জয় পেতেই উন্মুখ থাকবে সুইসরা। কারণ, শেষ ম্যাচে কঠিন চ্যালেঞ্জ হবে স্বাগতিক ফ্রান্সকে মোকাবেলা করা। এজন্য কোনভাবেই হারতে চায় না তারা। তবে ফরাসীদের বিপক্ষে রোমানিয়া দারুণ একটি ম্যাচ খেলার পর এবার ঘুরে দাঁড়াতে চায়। টিকে থাকতে হলে ন্যূনতম ড্র করতে হবে তাদের। কিন্তু রোমানরা জেতার জন্যই মাঠে নামবে আজ।
×