ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাপল ওয়াচের নতুন সংস্করণ

প্রকাশিত: ০৬:১৫, ১৫ জুন ২০১৬

এ্যাপল ওয়াচের নতুন সংস্করণ

এ্যাপল ওয়াচ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ওয়াচওএস ৩.০ উন্মোচন করা হলো। ১৩ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয় এ্যাপলের ‘বিগ ইভেন্ট’ ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডবিউডবিউডিসি)। আর সেখানেই ঘোষণা এলো নতুন এই আপডেটের। সফটওয়্যারকেন্দ্রিক এই ইভেন্টে এ্যাপলের প্রচলিত অপারেটিং সিস্টেমগুলোতে পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। ডিজাইন ছাড়াও সফটওয়্যারে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে এই সংস্করণে। নতুন এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে এ্যাপল ওয়াচ এখন আগের থেকে সহজ এবং দ্রুত কাজ করতে পারবে বলে জানানো হয়। এর আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের সূচনা করেন এ্যাপল প্রধান টিম কুক। নতুন ওয়াচওএস সংস্করণে ওয়াচ ফেসে পরিবর্তন আনা হয়েছে। বেশকিছু নতুন ওয়াচ ফেস যুক্ত হয়েছে এই সংস্করণে। আর ওয়াচ ফেস পরিবর্তন প্রক্রিয়াকে আরও সহজতর করা হয়েছে। আগে যেখানে ওয়াচ ফেসে কিছু সময় চেপে ধরে সেটি পরিবর্তন করা হতো, সেখানে এখন কোনা থেকে সোয়াইপ করেই পরিবর্তন আনা যাবে। এ্যাপল ওয়াচের পর্দাকেই ‘ওয়াচ ফেস’ বলা হচ্ছে। সহজ ভাষায় বলা চলে, ওয়াচ ফেস হলো এ্যাপল ওয়াচের ‘ডেস্কটপ’। এ্যাপল ওয়াচের এ্যাকটিভিটি এ্যাপেও আনা হয়েছে পরিবর্তন। নতুন এই এ্যাপের মাধ্যমে এখন শুধু ওয়ার্কআউট রেকর্ড রাখাই নয়, সেগুলো বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করাও যাবে। এ্যাপল ওয়াচের মাধ্যমে টেক্সট মেসেজের উত্তর দেয়ার ক্ষেত্রে এখন মেসেজের কন্টেন্ট বিবেচনা করে উত্তর দিতে পরামর্শ প্রদান করবে ওয়াচওএস ৩.০। এ ছাড়াও ‘স্ক্রিবল’ নামে নতুন অপশন যোগ করা হয়েছে এতে। এর মাধ্যমে এ্যাপল ওয়াচ স্ক্রিনে খালি হাতে কোন কিবোর্ড ছাড়া আলাদা আলাদা অক্ষর লিখলে শব্দ তৈরি করা যাবে। ওয়াচ এক্ষেত্রে নিজে থেকেই বুঝে নেবে কি অক্ষর লেখা হয়েছে। ইংরেজী, চাইনিজসহ মোট তিনটি ভাষায় আপাতত কাজ করবে ‘স্ক্রিবল’। এযাবত এ্যাপল ওয়াচে এ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও নতুন সংস্করণে গ্রাহক তার ইচ্ছামতো যেকোন এ্যাপ ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে অনলাইন ট্যক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ‘লিফট’ এ্যাপ ব্যবহার করে ডেমো দেখানো হয়। প্রথমবারের মতো ওয়াচওএস এ যুক্ত হতে যাচ্ছে এ্যাপল পে। এর মাধ্যমে গ্রাহক এখন তার এ্যাপল ওয়াচ ব্যবহার করেই কেনাকাটা করতে পারবেন। অনুষ্ঠানে ওয়াচওএস ছাড়াও টিভিওএস, ম্যাকওএস, আইওএস এবং এ্যাপল মিউজিকের নতুন সংস্করণ উন্মোচন করা হয়। নতুন এই সফটওয়্যার আপডেটগুলো আসছে বসন্তে গ্রাহকের জন্য উন্মুক্ত করা হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। -ওয়েবসাইট
×