ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার কাল

প্রকাশিত: ০৬:১৪, ১৫ জুন ২০১৬

ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার কাল

বিশেষ প্রতিনিধি ॥ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সাক্ষাতকার গ্রহণ করা হবে। সাক্ষাত শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে আওয়ামী লীগ। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বোর্ডের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং দাফতরিক কাজের জন্য দফতর সম্পাদক এ্যাডভোকেট আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন। বৈঠকে ওই দুটি উপনির্বাচনের দলীয় প্রার্থিতা নিয়ে আলোচনা হয়। মনোনয়নের জন্য আবেদনপত্র মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সরবরাহ করা হয়। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে তা সংসদীয় বোর্ডের সভায় উপস্থাপন করা হবে।
×