ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা আরেকটি ২১ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছেন ॥ শেখ সেলিম

প্রকাশিত: ০৬:১২, ১৫ জুন ২০১৬

খালেদা আরেকটি ২১ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছেন ॥ শেখ সেলিম

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, বিএনপি নেত্রী আরেকটি ২১ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছেন। তাই তাকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ষড়যন্ত্রের তথ্য বের করতে হবে। খালেদা জিয়া আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধি সাফাদির সঙ্গে হাত মিলিয়েছেন। ক্ষমতার মোহে খালেদা জিয়া ইহুদীও মানেন না, ফেরাউনও মানেন না, কিন্তু ইসলাম বলে বলে মুখে ফেনা তোলেন। দেশের জনগণ আর কোনদিন অগ্নিসন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে মেনে নেবে না। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, রেজাউল করিম হীরা, টিপু মুন্সী, কাজী কেরামত আলী, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ, ডাঃ হাবিব-এ-মিল্লাত, আফতাজ উদ্দিন সরকার এবং জাতীয় পার্টির একেএম মাঈদুল ইসলাম। আলোচনা শেষে সংসদ অধিবেশন আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেন, দেশের যদি সবচেয়ে ক্ষতি কেউ করে থাকেন তিনি হচ্ছেন জিয়াউর রহমান আর তার স্ত্রী খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। এজন্য খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোন পাকিস্তানের পেতাত্মা এ দেশে ষড়যন্ত্র করতে না পারে। দ্রুত খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে শেখ সেলিম বলেন, বিএনপি নেত্রী খালেদ জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে বলেছিলেন আওয়ামী লীগ ৫০ বছরেও আর কোনদিন ক্ষমতায় যেতে পারবে না, তারা ৩০টি আসনও পাবে না। খালেদা জিয়ার এই বক্তব্য ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানোর পরিকল্পনারই একটি অংশ। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা সেদিন বেঁচে গেছেন। এখন আবারও তিনি একটা না একটা ষড়যন্ত্র করছেন। তিনি যেটা বলেছেন শেখ হাসিনাবিহীন নির্বাচন হবে। এটা খালেদা জিয়াকে পরিষ্কার করতে হবে। তিনি আরেকটা একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটাবার ষড়যন্ত্র করছেন। সেজন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ওই তথ্য বের করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় সমালোচনাকারীদের উদ্দেশে শেখ সেলিম বলেন, তাদের গ্রেফতার করা হলে চিৎকার করা হয়েছে ওনারা বুদ্ধিজীবী, সাহিত্যিক, আকাশচুম্বী নেতা। তাহলে কী তাদের গ্রেফতার করা যাবে না? অপরাধ অপরাধই। এখানে কোন সাংবাদিকও ছাড় পাবে না, কোন পত্রিকার মালিকও না। কারণ তারা অপরাধ করে ধরা পড়েছে এবং সেটা স্বীকারও করেছে। বঙ্গবন্ধুর দৌহিত্র জয়কে হত্যার জঘন্য পরিকল্পনা এরা করেছে। প্রধানমন্ত্রীর সবচেয়ে দুর্বলস্থানে আঘাত করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যই এই কাজটি করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আদরের ছেলেকে হত্যার জঘন্য পরিকল্পনা এরা করেছে। এরা শেখ হাসিনার সবচেয়ে দুর্বল স্থানে আঘাত করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যই এই কাজটি করেছে। জয় ও সাফাদির বৈঠক বিবিসি অনলাইনে প্রকাশের সমালোচনা করে তিনি আরও বলেন, পরে বিবিসি দেখেছে নিউজটি মিথ্যা। তারপরও বিবিসি দুঃখ প্রকাশ করেছে। তার মানে খালেদা জিয়া জানে ষড়যন্ত্র কত প্রকার ও কী কী? হত্যার ষড়যন্ত্র বলেন, মিডিয়া ষড়যন্ত্র বলেন, পেট্রোলবোমা ষড়যন্ত্র বলেন- সবই খালেদা জিয়া করতে পারেন। তবে বাংলাদেশের মানুষ আর কোনদিন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় পার্টির একেএম মাঈদুল ইসলাম অর্থবছরের পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, এদেশের বাজেট কোনদিনই পুরোপুরি বাস্তবায়িত হবে না, যতদিন পর্যন্ত আমাদের অর্থবছরের পরিবর্তন করা না হবে। জুলাই থেকে জুন, এ সময়ে আমাদের দেশের আবহাওয়া খারাপ থাকে। জুন মাস থেকেই বৃষ্টি-বাদল শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সমস্যার কারণে এ সময়ে বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এছাড়া বাজেট পাস হওয়ার পর অর্থ ছাড় করানোতে বেশ কিছু সময় লেগে যায়। এভাবে কাজের অগ্রগতি যতটা হওয়ার কথা ততটা হয় না। তিনি বলেন, আগে এদেশে নবান্ন বছরের (বৈশাখ-চৈত্র) সঙ্গে মিল রেখে অর্থবছর চালু ছিল। পরে জানুয়ারি থেকে ডিসেম্বর ছিল আমাদের অর্থ বছর। ১৯৫৮ সালে পাকিস্তান সরকার জুলাই-জুন অর্থবছর চালু করেÑ যা এখনও আমাদের দেশে চলছে। কিন্তু পাকিস্তানের আবহাওয়া আর আমাদের আবহাওয়া এক নয়। পাকিস্তানের আবহাওয়ার ওপর ভিত্তি করে দাঁড়ানো এ অর্থবছর পরিবর্তন করা দরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যগুলো তুলে ধরে বলেন, বাঙালী অসম্ভবকে সম্ভব করার জাতি। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বের মধ্যে একটি উজ্জ্বল নাম। পৃথিবীর যে কোন দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে আসার আগে তাদের অনেক কিছু বিবেচনা করে আসতে হয়। শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, সারাবিশ্ব যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখÑ ঠিক তখনই এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করতে এখন গুপ্তহত্যা চালানো হচ্ছে। এসব করে বিএনপি নেত্রী রাষ্ট্রদ্রোহী অপরাধ করছেন। বিএনপি নেত্রীকে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। টিপু মুন্সী বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বাধীনতাবিরোধী এই অশুভ শক্তিকে শক্তহাতে দমনে অবশ্যই পুলিশের সংখ্যা বাড়াতে হবে। এসব সন্ত্রাসীর মোকাবেলায় পুলিশ বাহিনীকে আধুনিক যানবাহন, অস্ত্র ও প্রযুক্তি দিতে হবে। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য দূর করার আহ্বান জানান। কাজী কেরামত আলী বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করছে। তারা গুপ্তহত্যা করছে, মসজিদের ইমাম, পুরোহিতদের হত্যা করছে। তাই এ সমস্ত হত্যকারীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
×