ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একনেকে বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৬:১১, ১৫ জুন ২০১৬

একনেকে বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্প অনুমোদন

বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে এক হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের’ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মাধ্যমে নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ নদী পুনঃখনন করা হবেÑযাতে বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর চারপাশে বহমান নদীগুলোতে পানি প্রবাহ বজায় থাকে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেয়া হয়। খবর বাসসর। সভায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারসহ ৩ হাজার ৩২৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে সরকারী তহবিল থেকে ২ হাজার ৯৭১ কোটি ৭৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৫৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় হবে। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘২০১০ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের ডিসেম্বর মেয়াদে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পটির ব্যয় ছিল ৯৪৪ কোটি টাকা। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পের মেয়াদ ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা।’ তিনি আরও জানান, প্রকল্পটির আওতায় নিউ ধলেশ্বরী,পুংলী, বংশাই ও তুরাগ নদী খনন করে সারাবছর নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে। একনেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসন ও সড়ক অবকাঠামোর উন্নয়নে এক হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাথ নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়। একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পসমূহ হলো- মিলিটারি ফার্ম আধুনিকায়ন প্রকল্প। হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোর শহরের প্রধান সড়কের মিডিয়াসহ পেভমেন্ট প্রশস্তকরণ প্রকল্প। ল্যান্ড এ্যাকুইজিশন এ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ফর ইমপ্লিমেন্টেশন অব গজারিয়া ৩৫০ মেগাওয়াট কোল ফায়ার্ড থারমাল পাওয়ার প্লান্ট প্রকল্প। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙন থেকে শাহবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা (২-পর্যায়) প্রকল্প। মোবাইল গেম ও এ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি ৯৭ লাখ টাকা।
×