ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কঙ্গোয় শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ জুন ২০১৬

কঙ্গোয় শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

ডি আর কঙ্গো (মনুস্ক) সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ১২ জুন ২০১৬ বুনিয়াতে বাংলাদেশী শান্তিরক্ষীদের কেন্দ্রীয় দরবার গ্রহণ করেন। দরবারের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদসহ কঙ্গো মিশনে ১৪ শহীদের আত্মার প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন। একই দিনে তিনি ব্যানব্যাট-১ এর বুকিরিংগি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় পরিচালক ইএমই, পরিচালক ওভারসীজ অপারেশন্স, মনুস্ক ফোর্সেস চীফ অব স্টাফসহ অন্যান্য উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর। ডিএনসিসির উদ্যোগে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার উত্তরা ৬ ও ৩ নং সেক্টরে মোবইল কোর্ট এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউদ্দিন আহমেদ। অভিযানকালে সিটি কর্পোরেশন আইন ২০০৯ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, খাজানা হোটেলকে-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং অন্যান্য ৬টি দোকানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার করে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১০০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় ও বিডিআর বাজারকে সুশৃঙ্খল করা হয়। -বিজ্ঞপ্তি
×