ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারির আরও ইমেইল ফাঁস করা হবে ॥ এ্যাসাঞ্জ

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ জুন ২০১৬

হিলারির আরও ইমেইল ফাঁস করা হবে ॥ এ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ বলেছেন, তার সংগঠন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের পাঠানো ও পাওয়া আরও ইমেইল প্রকাশের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি গোপনীয় তথ্য পাঠাতে তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করে ফেডারেল আইন ভঙ্গ করেছিলেন কিনা এফবিআই তা নিয়ে তদন্ত করছে। উইকিলিকস হিলারির ইমেইলগুলো নতুন করে ফাঁস করলে এমন এক বিতর্ক আরও ছড়িয়ে পড়তে পারে, যা তার প্রচার কাজে সমস্যা হয়ে দেখা দিতে পারে। -গার্ডিয়ান বিশ্বের সেরা রেস্তরাঁ পৃথিবীর সেরা রেস্তরাঁর খেতাব পেল ইতালির অস্তেরিয়া ফ্রান্সেসকেনা নামের একটি রেস্তরাঁ। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইতালির হোটেল হিসেবে এটি প্রথমবারের মতো এই খেতাব জেতে। হোটেলটির প্রধান বাবুর্চি মাসিমো বোতুরো পরিচালিত হোটেলটি গত বছরের বিজয়ী স্পেনের এল সেলার হোটেলকে পেছনে ফেলে এই খেতাব ছিনিয়ে আনে। -এএফপি ১৬৭ বছরের পুরনো সংবাদপত্রে... এবার পানামার ১৬৭ বছর ধরে প্রকাশিত হওয়া একটি সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। লা এস্ত্রেলা দে পানামা নামের এই পত্রিকাটি দেশটির স্বাধীনতার আগ থেকে প্রকাশিত হয়ে আসছে। পত্রিকাটির একজন শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মাদকের অর্থ মানি লন্ডারিংয়ের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। -এএফপি
×