ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএসকে সবচেয়ে বড় হুমকি মনে করে ইউরোপীয়রা

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ জুন ২০১৬

আইএসকে সবচেয়ে বড় হুমকি মনে করে ইউরোপীয়রা

ইউরোপের অধিবাসীরা জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং শরণার্থী সঙ্কট থেকেও জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বড় হুমকি বলে মনে করেন। সোমবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপের ফলাফলে এমন তথ্যই মিলেছে। জরিপে অংশ নেয়া ইউরোপের ১০টি দেশের মধ্যে ৯টি দেশের নাগরিকেরা আইএসকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন। স্পেনের ৯৩ শতাংশ এবং ফ্রান্সের ৯১ শতাংশ মানুষ সন্ত্রাসী এই গোষ্ঠীটিকে ‘বড় হুমকি’ বলে মনে করেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোয় আইএসের হামলায় ৩২ জন নিহত হওয়ার একমাস পর এই জরিপটি চালানো হয়। -ওয়েবসাইট গণভোটের আগে এগিয়ে ব্রেক্সিটপন্থীরা ব্রিটেনে আগামী সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণভোটের আগমুহূর্তে নতুন এক জরিপে দেখা গেছে, ব্রেক্সিটপন্থীরা ছয় পয়েন্ট এগিয়ে গেছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেবে এমন আশঙ্কায় শেয়ারবাজারগুলোতে পতনও দেখা দিয়েছে। এমনই একটা প্রেক্ষাপটে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ইইউতে থাকার পক্ষে জোরেশোরে মাঠে নেমেছে। খবর গ্লোবাল টাইমস ও এএফপির। ব্রিটেনের সাবেক লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইইউ সদস্যপদ ধরে রাখতে বামপন্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েন। অন্যদিকে আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনিও ব্রেক্সিটের বিরুদ্ধে প্রচারে নামতে যুক্তরাজ্য সফর শুরু করেছেন। ব্রাউন সোমবার মধ্য ইংল্যান্ডের লিচেস্টারে এক বক্তৃতায় বলেন, ‘ব্রিটেন শুধু নিজ ক্ষমতায় পারবে না। আমরা ইইউ এর সঙ্গে সমন্বিত হয়ে অর্থনৈতিক প্রণোদনা ও কৌশলগত সহযোগিতায় সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পারি।’ সাবেক লেবার প্রধান জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসনকে উস্কে দেয়া ‘গ্যাংমাস্টারদের’ পরাভূত করার একমাত্র উপায় ইইউ এর সহযোগিতা।
×