ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী ভাবধারায় অনুপ্রাণিত মতিন ॥ নিশ্চিত এফবিআই

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ জুন ২০১৬

জঙ্গী ভাবধারায় অনুপ্রাণিত মতিন ॥ নিশ্চিত এফবিআই

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল না যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী ওমর মতিনের (২৯)। কিন্তু ইন্টারনেটে ইসলামী জঙ্গীদের চিন্তাভাবনা ও মৌলবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এদিকে মতিন ওই ক্লাবে নিয়মিত যেতেন। সমকামীদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি গ্রিন্ডরসহ সমকামীদের বিভিন্ন এ্যাপও ব্যবহার করতেন। খবর এএফপির। এফবিআই বলেছে, ইসলামী অপপ্রচারের প্রভাবে মতিন উগ্রবাদী হয়ে উঠে। তবে প্যারিস হামলার মতো অরল্যান্ডো হত্যাকা-ের ঘটনা বিদেশ থেকে সমন্বয় করার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এদিক আইএস দাবি করেছে, মতিন আমেরিকা খেলাফতের একজন সৈনিক হিসেবে কাজ করতেন। এফবিআই প্রধান জেমস কোমি বলেছেন, তার এজেন্টরা কোনও প্রমাণ পায়নি যে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এই হামলা পরিচালিত হয়েছে এবং মতিন কোনও জঙ্গী নেটওয়ার্কের সঙ্গে জড়িত আছে বলে কোন ইঙ্গিত পাওয়া যায়নি। কোমি আরও বলেন, তার সংস্থা ‘খুবই নিশ্চিত’ যে মতিন ইন্টারনেটে উগ্রবাদীদের বিভিন্ন অপপ্রচারে অনুপ্রাণিত হয়ে ‘উগ্রবাদী’ হয়েছিলেন। হামলার সময় মতিন একাধিকবার ফোনে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি তার আনুগত্য প্রকাশ করেন। সমকামীদের ওই নাইটক্লাব পালসে নিয়মিত যাতায়াত করা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমরকে প্রায়ই দেখা যেত ক্লাবে এক কোনায় বসে মদ খাচ্ছেন।
×