ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনে স্থায়ী সম্পদে বিনিয়োগ প্রবৃদ্ধি কমেছে

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ জুন ২০১৬

চীনে স্থায়ী সম্পদে বিনিয়োগ প্রবৃদ্ধি কমেছে

চীনে স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে। বছরের প্রথম পাঁচ মাসে এমন বিনিয়োগ প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৬ শতাংশ। ২০০০ সালের পর এবারই প্রথম স্থায়ী সম্পদে বিনিয়োগ প্রবৃদ্ধি ১০ শতাংশের নিচে নেমেছে। এসব কারণে দেশটিতে আবারও সরকারী প্রণোদনার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থায়ী সম্পদে বিনিয়োগ কমায় অনেকে আবারও সরকারী প্রণোদনার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তাদের মতে, রেকর্ড পরিমাণ ঋণ বিতরণের মাধ্যমে সরকার যে প্রণোদনা দিয়েছিল, তা ফিকে হয়ে আসায় স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে। চীনের আর্থিক খাতে ঋণের পরিমাণ অত্যধিক বেশি বলে দেশী-বিদেশী পর্যবেক্ষকরা সতর্ক করেছেন। ঋণের পরিমাণ বাড়তে থাকায় গত মাসে সরকারী প্রচার মাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, সবশেষ মাসিক পরিসংখ্যানে যে দুর্বলতা ফুটে উঠেছে, তাতে নীতিনির্ধারকরা অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন পদক্ষেপ নিতে পারেন। -অর্থনৈতিক রিপোর্টার উদ্ভাবনী রোমিং সল্যুশন আনল রবি নিয়মিত বিদেশ ভ্রমণকারী গ্রাহকদের জন্য দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে একটি উদ্ভাবনী আন্তর্জাতিক রোমিং সল্যুশন এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভ্রমণকারী গ্রাহকরা এই সেবাটি গ্রহণ করতে পারবেন। অফারটির আওতায় দেশগুলোতে ভ্রমণকারী গ্রাহকরা দৈনিক ৯৯৯ টাকার প্যাকে আনলিমিটেড ডাটা, আনলিমিটেড লোকাল কল, আনলিমিটেড এসএমএস এবং বাংলাদেশের সঙ্গে ২০ মিনিট ইনকামিং ও আউটগোয়িং কল (বাংলাদেশে) উপভোগ করতে পারবেন। অন্যদিকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, বেলজিয়াম, হংকং, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কোরিয়া, সৌদি আরব, জার্মানি, ইতালি, স্পেন, তুর্কি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় রোমিং অফার। -বিজ্ঞপ্তি
×