ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়ং ডেইরির দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৩:৫২, ১৫ জুন ২০১৬

আড়ং ডেইরির দুঃখ প্রকাশ

উৎপাদনের একদিন আগেই আড়ং ডেইরি লাবান বাজারজাতকরণের বিষয়ে সম্প্রতি একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা আড়ং ডেইরির পক্ষ থেকে এই অনাকাক্সিক্ষত ঘটনায় দুঃখ প্রকাশ করছি। প্রতিষ্ঠানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, গত ১৩ জুন উৎপাদিত লাবান ব্যাচ খ২-০৬-২০ মোড়কে অপারেটরের অসাবধানবশত উৎপাদন তারিখ ১৩/০৬/১৬ এর পরিবর্তে ১৪/০৬/১৬ মুদ্রিত হয়, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। পবিত্র মাহে রমজানে অত্যধিক চাহিদার পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গিয়েই এই অনভিপ্রেত ঘটনার উদ্ভব হয়েছে। আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের উদ্দেশে জানাচ্ছি যে, উপরোক্ত ঘটনায় আড়ং ডেইরির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় কারও কাছে উল্লেখিত লাবান থেকে থাকলে আমাদের হটলাইন নম্বর ০৯৬১৩৪৫৬৪৫৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আড়ং ডেইরি এই পণ্য নিজ খরচে সংগ্রহ করে প্রতিস্থাপন করবে। -বিজ্ঞপ্তি আবুল কাশেম টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত সম্প্রতি টাঙ্গাইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে (২০১৬-১৮) আবুল কাশেম আহমেদকে সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। চেম্বারের অন্য সদস্যরা হলেন মির্জানুরুল গনি শোভন, (সহসভাপতি), গোলাম কিবরিয়া (বড়মনি) (সহসভাপতি), খান আহমেদ শুভ (সাধারণ সম্পাদক)। বিজ্ঞপ্তি এলইডি প্যানেল ও ব্যাকলাইট শিল্পে ওয়ালটনের বিনিয়োগ অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার বাংলাদেশেই এলইডি প্যানেল ও ব্যাকলাইট তৈরির উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এ লক্ষ্যে বিশ্বের লেটেস্ট প্রযুক্তি, সর্বাধুনিক যন্ত্রপাতি ও মেশিনারিজ এর সমন্বয়ে স্থাপন করা হচ্ছে আন্তর্জাতিকমানের কারখানা। যেখানে বছরে উৎপাদন করা হবে ২০ লাখ ইউনিট এলইডি প্যানেল। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যার উল্লেখযোগ্য অংশ রফতানি হবে। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনে ৮ লাখ বর্গফুট জায়গাজুড়ে নির্মাণ করা হচ্ছে ৪তলা বিশিষ্ট এলইডি প্যানেল ও ব্যাকলাইট তৈরির কারখানা। যেখানে থাকবে ক্লাস দশ হাজার (১০,০০০) মানের ক্লিন রুম। কারখানার অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে জার্মানী থেকে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির অপটিক্যাল গ্রেড এক্সট্রুশন মেশিনারিজ লাইন ক্রয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। কারখানায় যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির হাইড্রোলিক ডাই কাটিং ও দ্রুত গতির ডট প্রিন্টিং সিস্টেম। আগামী অক্টোবর থেকে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। উৎপাদন শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।
×