ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএস নেতা বাগদাদী বিমান হামলায় আহত, প্রধান সহযোগী নিহত

প্রকাশিত: ০৮:৩৮, ১৪ জুন ২০১৬

আইএস নেতা বাগদাদী বিমান হামলায় আহত, প্রধান সহযোগী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা স্বঘোষিত খলিফা আবুবকর আল বাগদাদী সিরিয়া-ইরাক সীমান্তের কাছে জোট বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন। এ হামলায় বাগদাদীর দ্বিতীয় উপ-প্রধান আসি আল মোহাম্মদ নাসির আল ওবায়দী নিহত হন। খবর সিএনএন ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। ইরাকের সামরিক বাহিনী শনিবার জানায়, ইরাকী বিমানবাহিনী হাদিসা শহরের ঠিক পূর্বে বারওয়ানা নগরীতে বিমান হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে। ইরাকী নিউজ চ্যানেল আল সুমারিয়া টিভি ইরাকের নিনেভাহ প্রদেশের স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, বাগদাদী এবং অন্যান্য শীর্ষ আইএস নেতা জোট বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন। সংবাদে বলা হয়, আবুবকর আল বাগদাদী তার দলের নেতাদের সঙ্গে বৈঠকরত অবস্থায় বিমান হামলায় আহত হন। তবে বাংলাদেশের একটি বেসরকারী টিভি চ্যানেল আইএসের শীর্ষ নেতা বাগদাদী সিরিয়ায় বিমান হামলায় নিহত হয়েছেন বলে গভীর রাতে স্ক্রলে প্রচার করে।
×