ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রমিকসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০৮:২৭, ১৪ জুন ২০১৬

শ্রমিকসহ ৩ জনের  অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই শ্রমিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্যামপুরের ঝুট গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, মিরপুরে মোঃ সুমন (২৮) নামে এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের বাবার নাম আইয়ুব আলী। বাড়ি বরিশালের কর্ণকাঠি গ্রামে। তিনি মিরপুর কল্যাণপুর ৩ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, খবর পেয়ে সোমবার সকাল সাড়ে দশটার দিকে কল্যাণপুর ৩ নম্বর রোডের একটি টিনশেড বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুমনের দুলাভাই মোস্তফা জানান, তিনদিন আগে সুমনের স্ত্রী সুরমা তার সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এ কারণে সুমন আত্মহত্যা করে থাকতে পারে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে এসি মিস্ত্রির মৃত্যু ॥ বাড্ডায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (২৬) নামে এক এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের বারার নাম ফজলুল হক। বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। সোমবার বিকেলে মধ্যবাড্ডার একটি বাড়িতে এসি মেরামত করতে গিয়ে শহিদুল বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সোমবার সকালে উত্তরখানের ইব্রাহিম খলিল (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে সকাল আটটার দিকে উত্তরখানের ফৌজিরবাতান এলাকার ৭ নম্বর রোডের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবার নাম মোস্তফা চৌধুরী। বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। উত্তরখান থানার এসআই নাজমুল হক জানান, কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে স্ত্রী তাকে রেখে বাবার বাড়িতে চলে যায়। ধারণা করা হচ্ছে, অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন। আগুন ॥ শ্যামপুরের ঝুট গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় ওই গোডাউনের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত চলছে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এ্যাভিয়েশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিউর রহমান জানান, সোমবার দুপুরে শ্যামপুর লাল মসজিদের পাশের একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর দফতর থেকে দমকলের ৫ ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। টানা ৫০ মিনিট চেষ্টার পর বেলা দুটোর দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার কর্মীরা। তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা- ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×