ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টি

প্রকাশিত: ০৭:৪০, ১৪ জুন ২০১৬

কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানে কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বানির্কাট, ব্রিটিশ হাইকমিশনার ব্লেক এ্যালিসন, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনদ্দেমো, ইতালির মারিও পালমা, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, ইউএইর সাঈদ বিন হাজার আল শাহী, কূটনীতিক কোরের ডিন মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, পাকিস্তানের সুজা আলম, ফ্রান্সের সোফি এ্যাবট, ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, ইইউর বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি উইলিয়াম হানা, সৌদি আরবের ওমর বিন আব্দুল্লাহসহ ৩২টি দেশের কূটনীতিক। ইফতার অনুষ্ঠানে পৌঁছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। কূটনীতিক সম্মানে ইফতার পার্টির মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতারের আয়োজন। প্রথম রমজানে তিনি রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আলেম-ওলামা ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। যুক্তরাষ্ট্রে ক্লাবে হামলায় ঘটনায় খালেদা জিয়ার নিন্দা ॥ এদিকে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে হামলায় ৫০ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেছেন, এই ধরনের হামলা একটি কাপুরুষোচিত কাজ। সোমবার এক শোকবার্তায় বিএনপি নেত্রী এ নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে উগ্রবাদ নির্মূলে বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
×