ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের সিরিজ শেষ

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুন ২০১৬

ওয়ার্নারের সিরিজ শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ অসিদের জন্য বড় দুঃসংবাদ। ইনজুরির কবলে পড়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ওপেনারের হয়ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটাই শেষ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ রানের জয়ের দিনে ১২০ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ওয়ার্নার। সেদিনই ইনজুরিতে পড়েন। সেন্ট কিটসে ফিল্ডিংয়ের সময় বাম হাতের তর্জনিতে আঘাত পান ২৯ বছর বয়সী উইলোবাজ। পরবর্তীতে এক্স-রে’তে তার আঙ্গুলে চিড় ধরা পড়ে। এ সম্পর্কে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জিওফ্রি ভেরাল বলেছেন, ‘আগামী কয়েকদিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে আদৌ কোন অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা। যদি সেটা প্রয়োজন না হয় তবে দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে ওয়ার্নার মাঠে ফিরে আসতে পারবেন!’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে ত্রিদেশীয় সিরিজে ওয়ার্নার আর খেলতে পারবেন কিনা। আগামী ২৯ জুন যেহেতু টুর্নামেন্ট শেষ হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে তুখোড় এই ওপেনারের সফর কার্যত শেষই হয়ে গেছে। এ সম্পর্কে ওয়ার্নার নিজে বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক। ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এসে ইনজুরিতে পড়াটা মেনে নেয়া যায় না। তবে আমি সবসময়ই এই বিষয়গুলো ইতিবাচক হিসেবে দেখে থাকি।
×